সদ্য এসএসকেএম হাসপাতালে ব্যক্তিগত বন্ডে সই করে গোলপার্কের বাড়িতে পা রেখেছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। টানা একসপ্তাহ বাড়ির বাইরে। সিবিআই দপ্তর, প্রেসিডেন্সি জেল, পরে হাসপাতাল… দিন কয়েকে কলকাতার প্রাক্তন মেয়রের মানসিক উত্তেজনা বেড়েছে বই কমেনি। উপরন্তু, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন। নানা সমস্যায় জেরবার। তবে এসএসকেএম থেকে ছুটি পেয়ে বেহালায় রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) কাছে নয় তিনি গিয়ে উঠেছেন গোলপার্কের বাড়িতে। যেখানে কিনা গত দু'বছর ধরে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) তত্ত্বাবধানে থাকেন তিনি। কিন্তু হাসপাতাল থেকে ফিরে এখন কেমন রয়েছেন শোভন চট্টোপাধ্যায়? উদ্বেগ কাটালেন বৈশাখী খোদ। সাফ জানিয়ে দিলেন যে, গোলপার্কের বাড়িতে ভালই আছেন শোভন।
বৈশাখীর কথায়, দিন কয়েক পর বাড়ি ফিরে শোভন এখন শান্তিতেই রয়েছেন। সেভাবে কোনও শারীরিক সমস্যা নেই। খাবারদাবারও স্বাভাবিক খাচ্ছেন। তবে সদ্য এক কাছের মানুষকে হারিয়েছেন তিনি। যিনি সম্পর্কে শোভন চট্টোপাধ্যায়ের দাদা হন। তাই স্বজন বিয়োগেই আপাতত মন খারাপ তাঁর। সেই দাদার মৃত্যু নিয়েই তিনি খানিক মানসিক চাপে রয়েছেন বলে জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, গত সোমবার গোলপার্কের ঠিক এই বহুতল ফ্ল্যাট থেকেই শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। দিনভর নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ ও নানা টালবাহানার পর তাঁকে মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সারাদিন সেভাবে কিছু খাওয়া-দাওয়া না করায় এরপর রাতে জেলেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শোভনকে তড়িঘড়ি নিয়ে ছোটা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শনিবার ব্যক্তিগত রিস্ক বন্ডে সই করে এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেল হয়ে গোলপার্কের বাড়িতে যান তিনি। আপাতত আদালতের নির্দেশে সেখানেই ‘গৃহবন্দি’ শোভন চট্টোপাধ্যায়। সোমবার তাঁর শারীরিক পরিস্থিতির খবর-খবরা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।