Advertisment

রাজ্যের ব্যাঙ্কগুলিতে বাংলাতেও পরিষেবা চাই, হাইকোর্টে মামলা 'বাংলাপক্ষ'র

'বাংলাপক্ষ'র প্রশ্ন, 'নিজের মাটিতে কেন বঞ্চিত হবে বাঙালি?'

author-image
IE Bangla Web Desk
New Update
Bangla Pokkho files PIL in Calcutta HC for Bengali language right

রাজ্যের ব্যাঙ্কগুলিতে বাংলাতেও পরিষেবা চাই, হাইকোর্টে মামলা 'বাংলাপক্ষ'র

বাংলার ব্যাঙ্কে বাংলায় পরিষেবা চাই। কেন পশ্চিমবঙ্গে সরকারি-বেসরকারি ব্যাঙ্কে বাংলায় পরিষেবা পাবেন না গ্রাহকরা। তাই নিয়ে এবার আদালতের দ্বারস্থ হল বাংলা পক্ষ। দীর্ঘদিন ধরেই তাঁরা রাজ্যের ব্যাঙ্ক-কেন্দ্রীয় সরকারি অফিসে বাংলা ভাষায় পরিষেবার দাবি জানিয়ে আসছে। আন্দোলন-প্রতিবাদও হয়েছে। এবার সরাসরি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল এই সংগঠন।

Advertisment

ব্যাঙ্ক পরিষেবায় বদলের দাবি জানিয়ে বাংলা ভাষায় জোর দেওয়ার পক্ষে আওয়াজ তুলেছে বাংলাপক্ষ। সংগঠনের দাবি, এ রাজ্যের ব্যাঙ্কগুলিতে বাংলাতেও পরিষেবা দিতে হবে গ্রাহকদের। সমস্ত সরকারি-বেসরকারি ব্যাঙ্কে হিন্দি-ইংরাজির পাশাপাশি বাংলাও রাখতে হবে। বৃহস্পতিবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সংগঠনের শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি। এদিন আদালতে উপস্থিত ছিলেন বাংলাপক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন টানা ২ দিন রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ল, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট, মৃত ১৫

সংগঠনের অভিযোগ, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, প্রতিটা ব্যাঙ্কের সেই রাজ্যের ভাষাতেও পরিষেবা দিতে হবে। অর্থাৎ বাংলার সমস্ত ব্যাঙ্কে বাংলা পরিষেবা দেওয়াই আইন। না দেওয়া বেআইনি। অথচ বাংলায় ব্যবসা করা অধিকাংশ ব্যাঙ্কই বাংলা ভাষায় পরিষেবা দেয় না। বাংলাপক্ষর দাবি, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, বাংলায় ৮৬% বাঙালি এবং তাঁদের মধ্যে ৮২% বাঙালি বাংলা ছাড়া অন্য ভাষা জানে না। ব্যাঙ্কগুলি শুধুমাত্র হিন্দি ও ইংরাজিতে পরিষেবা দেয়। তাই সমস্যায় পড়ে সাধারণ বাঙালি।

বাংলাপক্ষর প্রশ্ন, 'নিজের মাটিতে কেন বঞ্চিত হবে বাঙালি?' বাংলায় পরিষেবার দাবিতে গত চার বছরে প্রায় ৮০০ ব্যাংকে ডেপুটেশন দিয়েছে এই সংগঠন।।

Calcutta High Court Bangla Pokkho
Advertisment