Advertisment

লক্ষ্য করোনামুক্ত বাংলা! শপথের দিনেই শহরের দুই হাসপাতালে ঢুঁ মমতার

এদিন নবান্নে বসে করোনা সংক্রমণ রোধে একাধিক ঘোষণা করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

সদ্যসমাপ্ত বঙ্গ ভোটে বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বার নবান্নে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন করোনা মোকাবিলা তাঁর সরকারের এখন প্রাথমিক লক্ষ্য। সেই লক্ষ্যেই এদিন নবান্ন থেকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে ছিলেন কলকাতা (বন্দর)-এর তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, সেই হাসপাতালের করোনা পরিকাঠাময় খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং নার্সিং স্টাফদের সঙ্গে। করোনা চিকিৎসা স্বার্থে আর কী ভাবে স্বাস্থ্য দফতর সাহায্য করতে পারে? কোথায় অসুবিধা? কী দরকার, সেই সব নিয়ে কথা বলেন হাসপাতাল সুপারের সঙ্গে। তারপরেই তিনি পৌঁছন ভবানীপুরে পুলিশ হাসপাতালে। সেখানে মুখ্যমন্ত্রীকে সঙ্গত দিয়েছেন কলকাতার সিপি সৌমেন মিত্র।

Advertisment

পুলিশ হাসপাতালে করোনা বেড বাড়াতে সুপারকে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এমনকি, সেই অতিরিক্ত বেড বেসরকারি হাসপাতাল মেডিকা পরিচালনা করবেন। এদিন পুলিশ হাসপাতালে দাঁড়িয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিকে, এদিন নবান্নে বসে করোনা সংক্রমণ রোধে একাধিক ঘোষণা করেন তিনি।

কী বললেন মমতা

  • পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র
  • প্রধানমন্ত্রীকে টিকা চেয়ে চিঠি দিয়েছি
  • অনেক করোনা বেড বাড়ানো হয়েছে
  • কয়েকদিনের মধ্যে আরও ৩ হাজার বেড
  • মাস্ক ব্যবহার বাধ্যতামূলক
  • সরকারি অফিসে ৫০% হাজিরা
  • সকলে ফ্রিতে টিকা দিতে হবে
  • রাজ্যের হাতে যা টিকা রয়েছে, তা দিয়ে দ্বিতীয় ডোজ
  • ১৮ ঊর্ধ্বদের টিকাকরণে জোর দিতে হবে
  • প্রতিদিন অক্সিজেনের চাহিদা বাড়ছে
  • অক্সিজেন সরবারহে দ্রুত ব্যবস্থা নিক কেন্দ্র
  • এখনও করোনা মোকাবিলা অগ্রাধিকার
  • ICCU বেড বাড়ানো হয়েছে
  • কোভিড বেড বাড়িয়ে করা হচ্ছে ৩০ হাজার
  • শপিং মল, জিম, রেস্তোরাঁ আপাতত বন্ধ
  • সামাজিক, সাংস্কৃতিক সব জমায়েত বন্ধ
  • কাল থেকে লোকাল ট্রেন বন্ধ
  • সকাল ৭-১০টা, বিকেল ৫-৭টা দোকান-বাজার খোলা
  • সবসময় খোলা অত্যাবশকীয় পণ্য বাজার, ওষুধ ও মুদির দোকান
  • মেট্রো ও রাজ্য পরিবহণ ৫০% চলবে
  • গয়নার দোকান দুপুর ১২-৩টে খোলা
  • সামাজিক দূরত্ব মেনেই বাজার-দোকান
  • রাজ্যে ঢুকতে গেলেই লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট
  • দূরপাল্লার বাসে এলে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক, এয়ারপোর্টে চলবে নজরদারি
  • বেসরকারি অফিসে ৫০% হাজিরা
  • করোনায় মৃতদের দেহ সৎকারে বিশেষ ব্যবস্থা
  • মৃতদেহ ফেলে রাখা চলবে না, হাসপাতালগুলো দেওয়া হবে নির্দেশ
CM Mamata Hospital Visit
Advertisment