রেশন কার্ড বিতর্ক, মোদীর পথে হাঁটছে না মমতার বাংলা

‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীরা ভারতের যে কোনও প্রান্তে রেশন দোকান থেকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য কিনতে পারবেন।

‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীরা ভারতের যে কোনও প্রান্তে রেশন দোকান থেকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য কিনতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata modi ration card

মোদীর 'এক দেশ, এক রেশন কার্ড' বাতিল করতে পারে বাংলা

আয়ুষ্মান ভারত যোজনা এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পর এবার মোদী সরকারের 'এক দেশ, এক রেশন কার্ড' প্রকল্পও বাতিল করার পথে হাঁটতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। ভর্তুকিযুক্ত খাদ্যশস্য দেওয়ার কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বাস্তবায়ণ করবে না বাংলা সরকার, বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisment

তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বলেন, "প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমরা এখনও পর্যন্ত কেন্দ্রের থেকে কোনও চিঠি পাইনি। আমরা এই প্রকল্পের কথা শুনেছি। তবে এ বিষয়ে আমাদের ভিন্ন মতও রয়েছে।" উল্লেখ্য, ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীরা ভারতের যে কোনও প্রান্তে রেশন দোকান থেকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য কিনতে পারবেন। এই ব্যবস্থার মাধ্যমে দেশের দরীদ্র সম্প্রদায়কে এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (পিডিএস) আওতায় আনা হবে।

আরও পড়ুন: পুলওয়ামা হামলায় উল্লেখযোগ্য মোড়, স্বীকার এনআইএর

যদিও এই প্রকল্পের আওতায় যেতে নারাজ তৃণমূল সরকার। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আমরা ২০১৮ সালে একটি খাদ্য সুরক্ষা প্রকল্প শুরু করেছি। ২০০ কোটি টাকা ব্যয় করে ইতিমধ্যেই রেশন কার্ডগুলির ডিজিটাইলাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছি। কেন্দ্র কি আমাদের সেই ২০০ কোটি টাকা দেবে? কেন্দ্রের কাছ থেকে এখনও টাকা পাই আমরা। কেন্দ্র যদি সেই টাকা চুকিয়ে দেয় তাহলে আমরা এই প্রকল্প শুরু করার কথা ভেবে দেখব।" প্রসঙ্গত, জাতীয় খাদ্য সুরক্ষা (এনএফএস) প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি মানুষকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। খাদ্য বিভাগের এক আধিকারিক বলেন, "বিপিএল তালিকাভুক্ত ২ কোটি লোক যারা আগে তালিকা থেকে বাদ পড়েছিল তাঁরাও এনএফএসের সুবিধা পাচ্ছে। তাছাড়া, জঙ্গলমহল ও সিঙ্গুরে চা বাগানের শ্রমিকরাও এই সুবিধা পাচ্ছেন"।

আরও পড়ুন: প্রশান্ত কিশোরের নামে এফআইআর, বিস্ফোরক অভিযোগ!

Advertisment

এই পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য ৩০ জুন, ২০২০ পর্যন্ত সময় দিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। এদিকে আজ ভুবনেশ্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তঃরাজ্য সমন্বয়, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এদিন ভুবনেশ্বরে অমিত শাহের পৌরহিত্যে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকেই শাহের মুখোমুখি হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে,পড়তে থাকুন

PM Narendra Modi Mamata Banerjee