Advertisment

বিদ্যাসাগরের ২০১তম জন্মদিনেও মূর্তি ভাঙা ঘিরে শাসক-বিরোধী তরজা

Vidyasagar Birth Anniversary: ' জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রীর ট্যুইট, ‘ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা। বাংলার অন্যতম সমাজ-সংস্কারক, যিনি ন্যায় এবং সমানাধিকারের জন্য লড়াই করেছেন।'

author-image
IE Bangla Web Desk
New Update
Vidyasagar Birth Celebration

জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা। ফাইল ছবি

Vidyasagar Birth Anniversary: বিদ্যাসাগরের ২০১তম জন্মদিনেও মূর্তি ভাঙা নিয়ে তরজা জারি রাখল তৃণমূল-বিজেপি। রবিবার রাজ্যব্যাপী পালিত হয় ঈশ্বর চন্দ্রের ২০১তম জন্মদিবস। এদিন বাংলার অন্যতম সমাজ সংস্কারকের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রীর ট্যুইট, ‘ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা। বাংলার অন্যতম সমাজ-সংস্কারক, যিনি ন্যায় এবং সমানাধিকারের জন্য লড়াই করেছেন। শিক্ষার প্রসারে তাঁর অবদানের জন্য বাংলা উনার কাছে কৃতজ্ঞ।‘

Advertisment

একইভাবে এদিন শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ‘একজন বিশাল মানুষ যার নানাবিধ অবদান বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাঁর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য।‘

যদিও এই আবহেও এদিন দুই বছর আগের কলেজে বিদ্যাসাগর মূর্তির ভাঙার প্রসঙ্গ টেনেছে শাসক দল। এদিন ভবানীপুরে ভোট প্রচারের ফাঁকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপির নাম না করে বলেন, ‘দুই বছর আগে যারা বিদ্যাসাগর মূর্তি ভেঙেছে তাদের মুখে এই মহামানবের নাম মানায় না।‘

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘নির্বাচনে ফায়দা তুলতে তৃণমূল মূর্তি ভেঙে বিজেপিকে অভিযুক্ত করছে।‘ এই তরজার মধ্যেই সরকারিভাবে রাজ্যের একাধিক জেলায় বিদ্যাসাগরের জন্মদিন পালিত হয়। বিদ্যাসাগর কলেজে নবনির্মিত মূর্তিতে মাল্যদান করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা ভোটের আগে কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙা নিয়ে তরজা চরমে ওঠে। অমিত শাহের র‍্যালির থেকেই দুষ্কৃতী তাণ্ডব এবং এই ভাঙচুর। এমনটাই সেই সময় অভিযোগ করেছিল তৃণমূল। যদিও সপাটে সেই অভিযোগ খারিজ করে দেন স্বরাষ্ট্রমন্ত্রীও। দুই বছর পর ঘুরেফিরে ফের সেই প্রসঙ্গ নতুন মাত্রা দিল।     

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Statue Vandalism Vidyasagar Birth Anniversary
Advertisment