/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/Rakesh-Singh.jpg)
রাকেশ সিংকে আদালতে নিয়ে যাওয়ার সময় তুমুল ধস্তাধস্তি হয়। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
কোকেন-কাণ্ডে ধৃত রাকেশ সিংকে ১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত। নার্কোটিক্স সেলের গোয়েন্দারা তাঁকে হেফাজতে নিতে চেয়ে আবেদন করে এদিন। আদালত আবেদন মঞ্জুর করে। মাদক-সহ ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী অভিযোগ করেছিলেন, রাকেশ সিংয়ের মাধ্যমেই হত মাদক পাচার। বিজেপি নেতার বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। সেইমতো গোয়েন্দারা দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
বুধবার দুপুরে মাদক-কাণ্ডে ধৃত রাকেশকে আদালতে নিয়ে আসার সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় রাকেশের অনুগামীদের। আদালত চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি করেন তাঁরা, এমনটাই অভিযোগ পুলিশের। তাঁদের সামলাতে হিমশিম খায় পুলিশ। প্রিজন ভ্যান থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যেতে হয় রাকেশকে। এজলাসে নিয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে মাটিতে পড়েও যান রাকেশ। অন্যদিকে, আদালত চত্বরে পুলিশের বিরুদ্ধে দাদাগিরি করার অভিযোগ তুলেছেন রাকেশ সিং।
কোকেন-কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। পুলিশের কাজে বাধা দেওয়ায় আটক করা হল তাঁর দুই ছেলেকেও। বিস্তারিত এই লিংকে- https://t.co/ZMtCexRuzr#RakeshSingh#PamelaGoswami#BJP#cocainecase#KolkataPolice#WestBengalElections2021pic.twitter.com/qFIwSSwYzY
— Indian Express Bangla (@ieBangla) February 23, 2021
এদিন তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। তাঁকে ১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তাঁর দুই ছেলে। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তবে তাঁদের তদন্তকারী আধিকারিকের কাছে প্রতিদিন হাজিরা দিতে হবে। এদিন আদালতে রাকেশের আইনজীবী পুলিশের বিরুদ্ধে তাঁর মক্কেলকে মারধরের অভিযোগ তোলেন। নির্বাচনের মুখে তাঁর চক্রান্ত করা হচ্ছে বলে সরব হন। যেহেতু তিনি কলকাতায় বিজেপির গুরুত্বপূর্ণ নেতা, তাই তাঁকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ।