ভিটে ছাড়ার শোক সহ্য করতে পারলেন না অঞ্জলি মল্লিক। বুধবার এক বেসরকারি হাসপাতালে মৃত্যুর মুখে ঢলে পড়লেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ি ছেড়ে হোটেলের পরিবেশে এসে মানিয়ে নিতে পারছিলেন না অঞ্জলি দেবী।
বৌবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ বিপর্যয়ের কারণে ২/১/বি স্যাকরাপাড়া লেন ছেড়ে তাঁর অস্থায়ী ঠিকানা হয়ে উঠেছিল এসএন ব্যানার্জি রোডের এক হোটেল। যে বাড়িতে স্বামীর সঙ্গে এসে উঠেছিলেন, সেই বাড়ি তাঁকে ছেড়ে দিতে হবে, সেই শোক মেনে নিতে পারেন নি অঞ্জলি দেবী। ২ সেপ্টেম্বর মেট্রো আধিকারিকরা জানান, ভেঙে পড়তে পারে, তাই এখনই ছেড়ে দিতে হবে বাড়ি। সেদিনও অঞ্জলি দেবী বাড়ি ছেড়ে বেরোতে চান নি বলে জানিয়েছেন তাঁর বাড়ির লোক।
আরও পড়ুন: বিজেপির মিছিল ঘিরে তুলকালাম, সেন্ট্রাল অ্যাভিনিউতে ‘মাথা ফাটল’ গেরুয়া কর্মীদের
হোটেলের পরিবেশ "ভালো ছিল না", সে কারণেই মৃত্যুর মুখে ঢলে পড়েন বৃদ্ধা, এমনটাই অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি বাড়ি ছাড়ার শোকও সহ্য করতে পারেন নি তিনি। বৃদ্ধার নাতি অন্বয় বসু ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, স্যাকরাপাড়ার বাসিন্দাদের ২১ অগাস্ট নোটিশ দিয়ে ২২ আগস্ট বাড়ি থেকে হোটেলে গিয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। তারপর ফের ২ সেপ্টেম্বর বাড়ি ছাড়ার কথা হয়। কিন্তু সেদিন বাড়ি ছাড়তে চান নি অঞ্জলি দেবী।
অন্বয়বাবু আরও জানান, "বেশ কয়েকদিন আগে জানতে পারি, ভেঙে পড়েছে বাড়ির একাংশ। সেই বার্তা দিদার কানে পৌঁছনো মাত্রই ভেঙে পড়েন তিনি। পরের দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে।" সেখানেই মারা যান অঞ্জলি মল্লিক।