/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/Untitled-design-2021-05-25T164713.663.jpg)
হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য।
Buddhadeb Bhattacharya Health Update: ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হচ্ছে। রাতে খাবারও ঠিক করে খেয়েছেন। শারীরিক অবস্থা উন্নতির পথে বুদ্ধদেব ভট্টাচার্যের। মঙ্গলবার বেলায় অক্সিজেন মাত্রা কমে যাওয়ায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বুধবার সকালে চিকিৎসকরা জানিয়েছেন, ইতিমধ্যেই রেমডেসিভির ইঞ্জেকশন দেওয়া হয়েছে বুদ্ধদেবকে।
সোমবার রাত থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে। অক্সিজেন মাত্রা নেমে যায় ৮৫-এর নিচে। তারপরেই বুদ্ধদেব ভট্টাচার্যকে তড়িঘড়ি ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার এক হাসপাতালে। সেই সময় তাঁর অক্সিজেন মাত্রা ছিল ৮২। এরপর মিনিটে প্রায় ৩ লিটার অক্সিজেন দিয়ে স্থিতিশীল করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
তবে তাঁর ফুসফুসে নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে। এমনটাই মঙ্গলবার জানান তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকেরা। ছ’জনের বিশেষ মেডিক্যাল টিম আলোচনায় বসেছে বিশেষজ্ঞদের সঙ্গে। তবে অসুস্থ হলেও বুদ্ধদেবের জ্ঞান রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। ডাকলে সাড়া দিচ্ছেন তিনি। বাইপ্যাপের সাহায্যে অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। আপাতত নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুদ্ধদেবের চিকিৎসায় দায়িত্বে থাকা মেডিক্যাল টিমে রয়েছেন, চিকিৎসক সৌপ্তিক পান্ডা, কৌশিক চক্রবর্তী, সোমনাথ মাইতি, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, অঙ্কন বন্দ্যোপাধ্যায় এবং ধ্রুব ভট্টাচার্য। চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় অবস্থার অবনতি হতে শুরু করেছিল বুদ্ধদেবের। বাধ্য হয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন তাঁরা।