/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/Buddhadeb-Guha.jpg)
বুদ্ধদেব গুহ। ফাইল ছবি
Writer Buddhadeb Guha: ফের হাসপাতালে ভর্তি হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। জানা গিয়েছে, সাহিত্যিকের শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক সমস্যা রয়েছে। মঙ্গলবার তাঁর রক্তচাপ হঠাৎ কমে যাওয়ায় স্থানান্তরিত করা হয়েছে ক্রিটিকাল কেয়ার ইউনিটে। এর আগে গত এপ্রিলে করোনা সংক্রমিত হয়েছিলেন এই অশীতিপর সাহিত্যিক। তারপর থেকেই কোভিড পরবর্তী একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। তবে এবার তাঁর নমুনা পরীক্ষায় নতুন করে করোনা সংক্রমণ মেলেনি।
জানা গিয়েছে, তাঁর মুত্রনালীতেও সংক্রমণ ধরা পড়েছে। সামান্য সমস্যা ধরা পড়েছে তাঁর লিভার এবং কিডনিতেও। চিকিৎসকরা জানিয়েছে, সাহিত্যিকের এখন মূল সমস্যা মূত্রনালির সংক্রমণ। পাশাপাশি তাঁর দেহে অ্যামোনিয়ার মাত্রাও বেশি রয়েছে। প্রয়োজনে তাঁকে প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে।গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রয়েছেন এই সাহিত্যিক।
চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে শহরের একটি হোটেলে নিভৃতবাসে ছিলেন এই সাহিত্যিক। পরে তাঁকে ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে। ৩৩ দিনের লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব গুহ।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন