শারীরিক অবস্থার অবনতি বুদ্ধদেব ভট্টাচার্যের, আইসিইউতে প্রাক্তন মুখ্যমন্ত্রী

হাসপাতালে নিয়ে আসার সময় তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৮০-র কাছাকাছি নেমে যায়।

হাসপাতালে নিয়ে আসার সময় তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৮০-র কাছাকাছি নেমে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Buddhadeb Bhattacharya

বুদ্ধদেব ভট্টাচার্য। ফাইল ছবি

শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya)। তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯০-এর নিচে নেমেছে বলে জানা গিয়েছে। স্বাভাবিক ভাবে নিজে থেকে হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে তাঁর। সেই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

Advertisment

তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হবে বলে খবর। দুপুর ১২টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

করোনায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এতদিন তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন চিকিৎসকরা। শরীরে অক্সিজেনের মাত্রা কমে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতিও শুরু হয় সকালে।

Advertisment

সকাল সাড়ে এগারোটা নাগাদ বুদ্ধবাবুর বাড়িতে পৌঁছে যায় অ্যাম্বুল্যান্স। হাসপাতালে নিয়ে আসার সময় তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৮০-র কাছাকাছি নেমে যায়। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।

এদিকে, সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ছেড়ে দেন চিকিৎসকরা। তবে ৭ দিনের জন্য বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Buddhadeb Bhattacharya coronavirus