Advertisment

কোথায় কোথায় অশান্তি, পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব হাইকোর্টের

বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন হয়েছে কলকাতা হাইকোর্টে।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court has issued an interim stay on the transfer of contractual teachers by Bengal Govt

ফাইল ছবি।

ভোট পরবর্তী হিংসায় কোথায় কোথায় অশান্তি, কী কী অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন হয়েছে কলকাতা হাইকোর্টে। শুক্রবার সেই বেঞ্চ স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট তলব করল। হলফনামার আকারে আগামী সোমবার জমা দিতে বলা হয়েছে আদালতে।

Advertisment

জানা গিয়েছে, ৫ জন বিচারপতির বেঞ্চ গঠিত হয়েছে। আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি দাবি করেন, রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় পুলিশ কার্যত নিষ্ক্রিয়। কেউ অভিযোগ জানালেও কোনও কাজ হচ্ছে না। আক্রান্তদের নিরাপত্তা ও ক্ষতিপূরণের ব্যবস্থার আর্জি জানান তিনি। এই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ গঠিত হয়।

এদিন শুনানিতে বলা হয়, হলফনামার আকারে আগামী সোমবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব রিপোর্ট জমা দেবেন হাইকোর্টে। সেখানে ভোট পরবর্তী হিংসায় কোথায় কোথায় অশান্তি, কী কী অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ কী ব্যবস্থা নিয়েছে। আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে রিপোর্ট তলব করা হয়েছিল তাও জমা দেওয়া হয়েছে। সোমবার ফের শুনানি হবে এই মামলার।

Calcutta High Court West Bengal Government Post Poll Violence
Advertisment