বৌবাজারে মেট্রো সুড়ঙ্গ বিপর্যয়ের জেরে বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আপাতত ৭ নভেম্বর পর্যন্ত মেট্রোর কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় রাজ্যের কী পরিকল্পনা, তা কলকাতা হাইকোর্টকে হলফনামা দিয়ে জানাতে হবে।
বিপর্যয়ের সপ্তাহখানেক পর পরবর্তী কালে আরও ৭৮টি বাড়ি খালি করে দেওয়া হয়। ইতিমধ্যে ৮৩টি পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসাবে পাঁচ লক্ষ টাকা প্রতি পরিবার পৌঁছে গিয়েছে।
এদিকে, মেট্রোর তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে গ্রাউটিং করে বৌবাজারের মাটি শক্ত করা সম্ভব হয়েছে। কিন্তু তবু এই মুহূর্তে বন্ধ রাখতে হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের।
আরও পড়ুন: ধ্বংসস্তুপ বৌবাজারে এবার ক্ষতিপূরণের দাবিদার ‘ভূত’!
৩১ অগাস্ট শনিবার সন্ধ্যেবেলা হঠাৎই কেঁপে ওঠে বৌবাজার চত্বর। প্রাথমিকভাবে ভূমিকম্প মনে করলেও পরে জানা যায়, মাটির নিচে পূর্ব ও পশ্চিমদিকের শিয়ালদাগামী মেট্রোর কাজ চলার জন্যই কম্পমান কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের দুর্গা পিথুরি লেন। যার জেরে তার পরবর্তী কয়েক দিনে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। পাশাপাশি গায়ে লাগোয়া একের পর এক বাড়িতে দেখা দিয়েছে বড় বড় ফাটল।
এরপর মেট্রো আধিকারিকরা এসে রাতারতি ফাঁকা করে দেন গোটা এলাকা। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। ঘটনাস্থলে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিপূরণ হিসেবে নগদ টাকা সহ বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। তবে বৌবাজার চত্বর জুড়ে এখনও অব্যাহত পৈতৃক ভিটে ধ্বংস হয়ে যাওয়ার শোকপালন।