Advertisment

SSC ভবনে ঢোকার অনুমতি-নির্দেশিকায় সংশোধন, কী জানাল আদালত?

এর আগে আজ দুপুর ১টার আগে এসএসসি-র দফতরে কোনও আধিকারিক, কর্মীর প্রবেশের অধিকার ছিল না।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta high court makes some changes in their earlier order of entries in ssc office

এসএসসি ভবনের নিরাপত্তায় মোতায়েন সিআরপিএফ-এর বাহিনী। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

এসএসসি ভবনে ঢোকা নিয়ে নির্দেশিকা সংশোধন কলকাতা হাইকোর্টের। স্কুল সার্ভিস কমিশনের ভবনে ঢোকার অনুমতি বেশ কয়েকজনকে। নির্দেশিকা সংশোধন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisment

গতরাত থেকেই এসএসসি ভবন সিআরপিএফ ঘিরে রেখেছে। আজ দুপুর ১টার আগে এসএসসি দফতরে কোনও আধিকারিক, কর্মী প্রবেশের অধিকার ছিল না। মামলাকারীদের আবেদনকে মান্যতা দিয়েই নজিরবিহীন এই নির্দেশ দেয় উচ্চ আদালত। যদিও এবার সেই নির্দেশিকায় কয়েকটি ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। এসএসসি ভবনে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে চেয়ারম্যান, সবিচ, সহ-সচিবদের। এরই পাশাপাশি চেয়ারম্যানের উপদেষ্টা, স্টেনোগ্রাফারদেরও দফতরে ঢোকার অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- SSC ভবন ঘিরে রেখেছে CRPF, দুপুরের আগে কর্মীদের ‘নো-এন্ট্রি’

এসএসসি-তে নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে এসেছে। যা নিয়ে ঘোরতর অস্বস্তিতে রাজ্য সরকার। এবার জাল নিয়োগ সংক্রান্ত নথি নষ্টের আশঙ্কা মামলাকারীদের। সেই কারণেই বুধবার ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এসএসসির চাকরিপ্রার্থীরা। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতেই গতকাল রাত সাড়ে ১০টায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি শুরু হয়।

গতরাতে বিচারপতি নির্দেশ দেন, ''বৃহস্পতিবার দুপুর একটা অবধি এসএসসি অফিসে ঢুকতে পারবেন না কেউ।'' একইসঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ আজ এসএসসি দফতরের সিসিটিভি ফুটেজ আদালতে জমার নির্দেশ দেওয়া হয়েছে।

kolkata High Court SSC
Advertisment