Advertisment

কলকাতায় পুরভোট কবে? বিজ্ঞপ্তি জারি করে জানাল কমিশন

কলকাতা ও হাওড়ায় একইদিনে পুরভোট চেয়েছিল রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta municipal election will be held on 19 december 2021

কলকাতা পুরসভার ভোট আগামী ১৯ ডিসেম্বর। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ২১ ডিসেম্বর হবে ভোটগণনা। এদিন কলকাতা পুরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি হলেও বাদ রয়েছে হাওড়া। জানা গিয়েছে, কলকাতার পুরভোটে লড়াইয়ের জন্য আজ থেকেই মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

Advertisment

জল্পনার অবসান। শেষমেশ কলকতা পুরসভার নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে পুরভোট। বৃহস্পতিবার থেকেই মনোনয়নপত্র পেশ করা যাচ্ছে। ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর হবে স্ক্রুটিনি। আগামী ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২১ ডিসেম্বর ভোট গণনা। ২২ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নির্বাচনী প্রক্রিয়া।

আরও পড়ুন- আজ থেকে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে, সপ্তাহ শেষেই জাঁকিয়ে শীত?

একই দিনে কলকাতা ও হাওড়ায় পুরভোট চেয়েছিল রাজ্য সরকার। তবে এদিন কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি হলেও বাদ রয়েছে হাওড়া। হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে বাদ দিয়ে বিল এনেছে রাজ্য সরকার। সেই বিলে এখনও সই করেননি রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই জটিলতার জেরেই আপাতত কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তিই জারি করা হয়েছে।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

West Bengal Election 2021 Kolkata Municipal Corporation election commission
Advertisment