শেষমেশ কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় নির্বাচন হবে। আজ থেকেই জমা দেওয়া যাবে মনোনয়নপত্র। একইসঙ্গে আজ থেকে চালু হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণ বিধি। কোভিড বিধি মেনে হবে গোটা নির্বাচন প্রক্রিয়া।
সাংবাদিক বৈঠক করে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের। একনজরে দেখে নেওয়া যাক কী জানাল কমিশন…
- আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় নির্বাচন।
- আজ থেকেই মনোনয়নপত্র জমা।
- আজ থেকেই চালু হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণ বিধি।
- ১ ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন।
- ২ ডিসেম্বর মনোনয়নের স্ক্রুটিনি।
- ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
- ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ।
- কলকাতার পুরভোট হবে ইভিএমে।
- পুনর্নির্বাচন হলে তা হবে আগামী ২০ ডিসেম্বর।
- সন্ধে ৭টা থেকে সকাল ১০টা বড় জনসভা নয়।
- ভোট গণনার দিন নিয়ে আলাদা বিজ্ঞপ্তি।
- ৪৭৪২টি বুথে হবে ভোটগ্রহণ। ৩৮৫টি অক্সিলিয়ারি বুথেও হবে ভোটগ্রহণ।
- ভোট দেবেন ৪০ লক্ষেরও বেশি ভোটার।
- কোভিড বিধি মেনে করতে হবে ভোটের প্রচার।
- মনোনয়নে প্রার্থীর সঙ্গে থাকবেন ২ জন।
- ডোর ডু ডোর প্রচারে যেতে পারেবেন সর্বাধিক ৫ জন।
- কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে।
- কলকাতার পুরভোটে কত পুলিশ মোতায়েন, তা জানাতে হবে ডিজি-সিপি-কে।
- হাওড়ার ভোট নিয়ে কমিশনকে কিছু জানায়নি রাজ্য।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন