নারদকাণ্ডের পাশাপাশি এবার সারদা কেলঙ্কারিতে নাম জড়াল শোভন চট্টোপাধ্যায়ের। সারদা তদন্তে এবার প্রাক্তন মেয়রকে তলব করে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন প্রাক্তন মেয়র তথা সদ্য বিজেপিতে যাওয়া শোভন চট্টোপাধ্যায়। শোভনের সঙ্গে সিবিআই দফতরে এসেছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ্য, এর আগে নারদ কেলঙ্কারি মামলায় শোভনকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সারদাকাণ্ডে কেন শোভনকে জিজ্ঞাসাবাদ?
সূত্রের খবর, কলকাতার বিভিন্ন এলাকায় ব্যবসার জন্য সারদাকে ট্রেড লাইসেন্স দিয়েছিল পুরসভা। সে সময় কলকাতা পুরসভার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। কোন শর্তে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল? কত টাকার লেনদেন হয়েছিল? এসব প্রশ্নের উত্তর জানতেই শোভনকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
আরও পড়ুন: আমায় পছন্দ না হলে ভোট দেবেন না, কিন্তু স্থানীয় দলকে দিন: মমতা
সারদাকাণ্ডে শোভনকে সিবিআই-এর জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় বলেন, ‘‘আমার আজ সবথেকে আনন্দের দিন। এতদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলাম। ট্রেড লাইসেন্স দিয়ে সারদাকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। ৪৩টি ট্রেড লাইসেন্স দিয়েছে। প্রভাব বিস্তার করে গরিবের টাকা আত্মসাৎ করা হয়েছে’’।
EXCLUSIVE শোভন: মমতাকে তৈরি করতে সব নষ্ট করে জীবন দিয়েছিলাম, আর উনিই রাজনীতি করলেন
উল্লেখ্য, এর আগে নারদকাণ্ডেরল তদন্তে একাধিকবার তলব করা হয়েছিল প্রাক্তন মেয়র তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়কে। নারদকাণ্ডে এর আগে শোভনকে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নারদকাণ্ডের পাশাপাশি সারদাকাণ্ডে শোভনকে জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ক’দিন আগেই নারদকাণ্ডে প্রথম বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করেছে সিবিআই।