রাজ্যে চিটফান্ড কাণ্ডের তদন্তে আবারও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ বুধবার কলকাতা ও উত্তর ২৪ পরগনায় একটি চিটফান্ড সংস্থার কর্তার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা৷ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷ অভিযোগ, বিভিন্ন প্রকল্পের নাম করে বাজার থেকে কোটি-কোটি টাকা তুলেছে মন্ত্র ই-সার্ভিসেস নামে ওই সংস্থা৷
ফের রাজ্যে চিটফান্ড কাণ্ডের তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই৷ বুধবার কলকাতার ফার্ন রোড ও উত্তর ২৪ পরগনার নৈহাটির দুটি এলাকায় অভিযানে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ মন্ত্র ই-সার্ভিসেস নামে ওই সংস্থার দুই কর্ণধার সম্রাট ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য৷ তাঁদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছেন সিবিআই অফিসাররা৷ তল্লাশি চালিয়ে এই সংস্থার অফিস ও কর্ণধারের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷
বিধানসভা ভোটের আগে থেকে রাজ্যে কয়লা ও গরু পাচার নিয়েও তদন্তে গতি বাড়িয়েছিল সিবিআই৷ কয়লা ও গরু পাচারের বেআইনি কারবারে রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর যোগ থাকার অভিযোগে সরব হয় বিজেপি৷ যা নিয়ে ভোটের আগে তৃণমূলের বিড়ম্বনা কিছু কম ছিল না৷ এমনকী কয়লা-গরু পাচার কাণ্ডের তদন্তে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজাতেও পৌঁছে গিয়েছিল সিবিআই৷ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকেও৷ যদিও সিবিআইয়ের এই সক্রিয়তার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে বারবার অভিযোগ এনেছে তৃণমূল৷ মোদী-শাহদের অঙ্গুলিহেলনে চলে রাজ্যের নেতা-মন্ত্রীদের হেনস্থার চেষ্টা সিবিআইয়ের, এমনই অভিযোগ তৃণমূলের৷
সারদা কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্তের তালিকায় নাম রয়েছে মুকুল রায়ের৷ বিজেপিতে থাকাকালীন অস্বস্তি কিছুটা ঢাকা পড়লেও মুকুল এখন জোড়াফুলে৷ বুধবার ফের রাজ্যে চিটফান্ড কাণ্ডের তদন্তে সিবিআই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ওয়াকিবহাল মহল৷ তবে কি ফের বিড়ম্বনা বাড়তে পারে মুকুল রায়ের? এবার কি সারদা কাণ্ডের তদন্তে সিবিআই ডাক পড়তে পারে মুকুল রায়েরও? উত্তর সময়ই বলবে৷
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন