scorecardresearch

জাদুকর পিসি সরকারের বাড়িতে সিবিআই তল্লাশি, আর্থিক প্রতারণার অভিযোগ

জানা গিয়েছে, চিটফান্ড-কাণ্ডের তদন্তে ৪টি জায়গায় তল্লাশি চলছে। তার মধ্যে জুনিয়র পিসি সরকারের বাড়িও রয়েছে।

জাদুকর পিসি সরকারের বাড়িতে সিবিআই তল্লাশি, আর্থিক প্রতারণার অভিযোগ

জাদুকর পিসি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই তল্লাশি। মুকুন্দপুরের পূর্বালোকের বাড়িতে সকাল সাড়ে ১১টা থেকে তল্লাশি চলে। কেন এই তল্লাশি তা অবশ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে বলা হয়নি। জানা গিয়েছে, চিটফান্ড-কাণ্ডের তদন্তে ৪টি জায়গায় তল্লাশি চলছে। তার মধ্যে জুনিয়র পিসি সরকারের বাড়িও রয়েছে।

চিটফান্ড সংস্থা টাওয়ার গোষ্ঠীর সঙ্গে জাদুকর জুনিয়ার পিসি সরকারের ব্যবসায়ীক লেনদেন ঘিরেই এদিন এই তল্লাশি বলে জানা গিয়েছে। সরকার পরিবারের কোনও সদস্যই অবশ্য এই তল্লাশি সম্পর্কে কিছু জানায়নি। তল্লাশির সময় পিসি সরকার জুনিয়ারের এক কন্যা উপস্থিত ছিলেন।

সারদা, রোজভ্যালি-সহ রাজ্যে একাধিক চিটফান্ড নিয়ে তদন্ত করেছে সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। টাওয়ার গ্রুপ নিয়েও তদন্ত চলছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Kolkata news download Indian Express Bengali App.

Web Title: Cbi raids at the house of magician pc sarkar on chit fund case