/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/derek.jpg)
ডেরেক ও’ব্রায়েন। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
সারদাকাণ্ডের তদন্তে এবার ডাক পড়ল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের। সারদা মামলায় ডেরেক ও’ব্রায়েনকে তলব করল সিবিআই। গত বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদকে নোটিস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অগাস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে ডেরেককে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তলবের কথা নিজেই টুইট করে জানিয়েছেন ডেরেক।
আরও পড়ুন: সারদাকাণ্ডে কুণাল ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ
JagoBangla is Trinamool’s official newspaper. Publisher: Derek O'Brien. Editor Subrata Bakshi was summoned by CBI a months ago to seek clarifications. Now, publisher served a notice at 2pm July25. Trinamool Motion in RS to oppose amendments to RTI Act started at 2pm July25????????
— Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) July 26, 2019
কেন ডেরেককে সিবিআই তলব?
সূত্র মারফৎ জানা গিয়েছে, তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়েই মূলত ডেরেককে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। উল্লেখ্য, জাগো বাংলার প্রকাশক ডেরেক। ডেরেককে তলবের খবর নিশ্চিত করে এক সিবিআই আধিকারিক জানিয়েছেন, ‘‘চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে ডেরেককে নোটিস পাঠানো হয়েছে’’।
আরও পড়ুন: ‘প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের ডেকে বলছে বিজেপি নেতাদের সঙ্গে যোগযোগ করো’
উল্লেখ্য, লোকসভা ভোট মেটার পরই সারদা মামলার তদন্ত নিয়ে রীতিমতো উঠেপড়ে লেগেছে সিবিআই ও ইডি। কিছুদিন আগেই এ মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে তলব করে জিজ্ঞাসাবাদ করে ইডি। কুণালের পাশাপাশি আরও ৫ জনকে নোটিস পাঠিয়েছে ইডি। এর আগে সারদাকাণ্ডে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন এবং প্রাক্তন সিপিএম নেতা লক্ষণ শেঠকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এর আগে এ মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয় আইপিএস অর্ণব ঘোষকেও। অন্যদিকে, সারদা তদন্তে তলব করা হয়েছে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়কেও।
Read the full story in English