জবাবে সন্তুষ্ট নয় সিবিআই। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ফের তলব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। আজ সকাল ১১টার পর নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ রাজ্যের মন্ত্রীকে। গতকাল প্রায় ঘণ্টা তিনেক ধরে এসএসসি দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয় পরেশ অধিকারীকে। তবে সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনেক প্রশ্নেরই জবাব এড়িয়ে গিয়েছেন পরেশ অধিকারী। সেই কারণে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে সিবিআই।
প্রথমবার সিবিআই ডাক পেয়ে কলকাতার পথে রওনা দিয়েও আচমকা উধাও হয়ে যান রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী। পরেশের সিবিআই হাজিরায় শেষমেশ কড়া ভূমিকা নিতে হয় খোদ কলকাতা হাইকোর্টকে। গকতাল বেলা তিনটের মধ্যে পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে হাজিরার জন্য 'শেষ সুযোগ' দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যথায় তাঁর বিরুদ্ধে কড়া পরদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়।
যদিও গতকাল নির্ধারিত সময়ে সিবিআই দফতরে হাজির হননি পরেশ। তাঁর বিরুদ্ধে শেষমেশ এফআইআর দায়ের করে কেন্দ্রীয় সংস্থা। যদিও পরে সিবিআইকে ইমেলে হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে নেন পরেশ অধিকারী। সন্ধে নাগাদ নিজাম প্যালেসে পৌঁছোন পরেশ।
আরও পড়ুন- CBI দফতরে পরেশ অধিকারী, এখনও দেখা নেই মেয়ে অঙ্কিতার
পরেশ অধিকারীকে এরপর একটানা জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। তবে বেশ কিছু প্রশ্নের উত্তর পরেশ অধিকারী এড়িয়ে গিয়েছেন বলে মনে করছেন গোয়েন্দারা। সেই কারণেই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে সিবিআই। আজ সকাল ১১টার পর ফের তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের এসএসসি-র মাধ্যমে নিয়োগ ঘিরেই দুর্নীতির অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই নিয়োগের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। মন্ত্রীকেও জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতেই মন্ত্রীকে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, তখন কোচবিহারে থাকায় হাজিরা দিতে পারেননি মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা।