/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/mamata-759-5.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
বড়দিনে অল ইন্ডিয়া মারওয়ারি সম্মেলনে যোগদান করতে শহরে এসেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বুধবার ক্রিস্টমাস আবহে তাঁকে শাল ও কেক পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যখন জানতে পারলেন যে স্পিকার এসেছেন কলকাতায়, তৎক্ষণাৎ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে উপহার পাঠিয়ে দেন স্পিকারের কাছে। সম্মেলনের ৮৫ তম বর্ষে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে উত্তর কলকাতার এই সাংসদ বলেন, "দিদি যখন জানতে পারেন যে আমি ওই একই অনুষ্ঠানে উপস্থিত থাকব তখন স্পিকারকে দেওয়ার জন্য উনি নিজের হাতে শাল আর কেক দেন আমায়।"
আরও পড়ুন: বড়দিনের রাতে কলকাতায় গ্রেফতার ১৭২৬
সম্মেলনে এসে সংসদ চালনার ক্ষেত্রে স্পিকারের ভূয়সী প্রশংসা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংসদ বলেন, "প্রথমবারের মতো স্পিকার হয়েও বিনা মুলতবি ছাড়াই সংসদ চালানোর কীর্তি অর্জন করেছেন বিড়লা। বিরোধী দলকে তাঁর স্বভাবের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে খুব কাছে টেনে নিতে পারেন।" তিনি বলেন যে আগে লোকসভায় জিরো আওয়ারের প্রশ্নোত্তর পর্ব চলত মাত্র ৪০ মিনিট। সেখানে এখন চার ঘন্টা ধরে চলে প্রশ্নোত্তর পর্ব। স্পিকারকে এর জন্য বিশেষ ধন্যবাদজ্ঞাপনও করেন তিনি।
আরও পড়ুন: ‘মমতাকে মোদী খামোস খেতে বলেছে’, বিস্ফোরক ত্বহা সিদ্দিকি
এই অনুষ্ঠানে বিড়লাকে রাজস্থান পার্সোনালিটি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় এবং এক লক্ষ টাকার নগদ পুরষ্কার দেওয়া হয়। যদিও অর্থমূল্য তিনি সম্মেলনেই ফিরেই দিয়ে যায়। মাড়োয়ারি সম্প্রদায়ের প্রশংসা করে স্পিকার, যিনি রাজস্থানের কোটার সংসদ তিনি বলেছেন যে তাঁরা যেখানেই বসতি স্থাপন করুক মানুষের কল্যাণে কাজ করে। তিনি বলেন, "মাড়োয়ারিরা যেখানে ভিত্তি করে সেখানে স্কুল, কলেজ এবং হাসপাতাল স্থাপন করেছে। একটা সময় ছিল যখন ভারত পশ্চিমের সংস্কৃতির দিকে ঝুঁকছিল, তবে এখন আমরা আমাদের ভারতীয় শিকড়ে ফিরে আসছি। এটাই গুরুত্বপূর্ণ।