/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/01/k1.jpg)
ছবি-শশী ঘোষ
পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে সোমবার ধুন্ধুমার বাঁধলো মহানগরে।
ছবি- শশী ঘোষবেতন কাঠামো পুনর্গঠন সহ একাধিক দাবি নিয়ে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকরা। এর আগে একই দাবিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সহ্গে আলোচনা হয়েছিল আন্দোলনকারীদের। এমনকী ঘেরাও করা হয় বিকাশ ভবনও। কিন্তু বর্তমান সরকার প্রতিশ্রুতি পূরণ করেননি বলে অভিযোগ পার্শ্ব শিক্ষকদের। এরপরই বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ হিসাবে নবান্ন অভিয়ানের ডাক দেওয়া হয়।
ছবি-শশী ঘোষতবে এদিন পার্শ্ব শিক্ষকদের অভিযান শুরুর আগেই রেড রোড, শহিদ মিনার, লেডি ডাফরিন রোড ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে নবান্নের পথে এগনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। ফলে শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারী শিক্ষকদের ধস্তাধস্তি। পরে লেডি ডাফরিন রোড সহ বেশ কয়েকটি জায়গায় অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীর।
ছবি- শশী ঘোষএই প্রথম নয়, এর আগেও পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে পুলিশি দমন-পীড়নের অভিযোগ উঠেছিল। এবারও একই অভিযোগ উঠল। দাবি-দাওয়া না মেটা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us