Advertisment

'আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ', করোনা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মমতা

একনজরে দেখে নিন কী বললেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভয় ধরাচ্ছে করোনা। দেশে আছড়ে পড়েছে তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে রাজ্য়ে একাধিক বিধিনিষেধ জারি করেছে নবান্ন। তার মধ্যেই কলকাতা-সহ বাংলায় দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে পজিটিভিটি রেট। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সবাইকে আতঙ্কিত হতে বারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একনজরে দেখে নিন কী বললেন মমতা-

Advertisment
  • করোনা আক্রান্ত সবার দ্রুত আরোগ্য কামনা করছি।
  • আমি নিজেই জানি না কার কার কোভিড হয়েছে।
  • ৩ দিন জ্বর থাকছে, ৭ দিন আইসোলেশনে থাকতে বলেছে কেন্দ্র।
  • একটি বিমানে একজনের থেকে অন্যরা আক্রান্ত হচ্ছেন।
  • প্রয়োজন ছাড়াই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে।
  • অবশ্যই মাস্ক পরুন, ছেলেরা মাথায় ক্যাপ পরুন, মহিলারা চুল ঢেকে রাখুন।
  • ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না।
  • সংবাদমাধ্যমকে বলব, আতঙ্ক কম ছড়ান।
  • এই রোগটা মারাত্মক নয়, কিন্তু দ্রুত গতিতে ছড়াচ্ছে।
  • বাড়িতে কেউ আক্রান্ত হলে, বাকিরাও বাড়িতে থাকুন।
  • সামান্য জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন।
  • প্রশাসন জোর করে ফাইন করে মাস্ক পরাতে পারে না।
  • বেসরকারি সংস্থাগুলিকে বলব, ওয়ার্ক ফ্রম হোমে জোর দিন।
  • আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • গঙ্গাসাগর মেলা এখন হাইকোর্টে বিচারাধীন বিষয়। আদালত যেটা বলবে রাজ্য সরকার তা পালন করবে। এটা নিয়ে কিছু বলব না।
Omicron variant Mamata Banerjee coronavirus
Advertisment