নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিনটি ‘দেশনায়ক দিবস’ হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজী স্মরণে শনিবার সওয়া ১২টা নাগাদ মুখ্যমন্ত্রীর শঙ্খধ্বনির মাধ্যমে পদযাত্রা শুরু হয় শ্যামবাজার থেকে। যা দুপুর দেড়টা নাগাদ রেড রোডে সুভাষচন্দ্রের মূর্তির পাদদেশে এসে পৌঁছায়। নেতাজীর নানান কর্মকাণ্ডের উল্লেখ করে রেড রোড থেকেই এদিন কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। দাবি তোলেন দেশে চারপ্রান্তে চার রাজধানীর।
রেড রোডে মুখ্যমন্ত্রী বলেন...
* 'ইংরেজদের নীতি ছিল বিYeজনের। নেতাজী তা ভেঙে দিতে সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরেছিলেন। আমরা সেটাই স্মরণ করব।'
* 'কেন্দ্রও আজও নেতাজির জন্মদিন জাতীয় ছুটি ঘোষণা করেনি। আমারা এর প্রতিবাদ জানাই। দাবি করছি ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করতে হবে।'
* 'ন্যাশনাল প্ল্যানিং কমিশন নেতাজীর বীরগাঁথা। কেন ন্যাশনাল প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হল? ওটা আবার ফেরাতে হবে।'
* 'শুধু দিল্লি কেন? ভারতের আরেকটা রাজধানী কলকাতা হওয়া উচিত। ভারতের চারপ্রান্তে চারটি রাজধানী থাকবে। কেন একটা জায়গায় থাকবে? সংসদের চারটি আধিবেশন চার জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে হতে হবে। উত্তর, পূর্ব, দক্ষিণ, উত্তর-পূর্বে রাজধানী করা হোক। '
* 'ওয়ান পার্টি, ওয়ান লিডার, ওয়ান নেশন-হোয়াট ইজ দ্য ভ্যালুয়েশন?'
* 'নেতাজী অন্তর্ধান ঘটনার ঘটনার তদন্ত চাই। কেন দেশনায়ক দিবস হবে না?'
নেতাজি স্মরণে শোভাযাত্রা এদিন ভূপেন বসু অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ধর্মতলা, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে রেড রোডে সুভাষচন্দ্রের মূর্তি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পথ অতিক্রম করে। মিছিলের পুরোভাগে আগাগোড়াই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ নুসরৎ সহ শাসক শিবিরেরে নেতারা।
এর আগে নেতাজি ভবনের অনুষ্ঠানে যোগ দেন মমতা। দেশের স্বাধীনতা সংগ্রামে সুভাযচন্দ্র বসুর বীরগাথা স্মরণ করিয়ে দেন তিনি। নেতাজীর জন্মদিনকে 'পরাক্রম দিবস' হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র। যা নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মমতা। নেতাজী ভবনে তিনি বলেন, 'আমি পরাক্রম মানে বুঝি না। বাংলা না হিন্দি তা জানি না। আমার কাছে নেতাজী দেশপ্রেমিক, দেশনায়ক। উনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। আমরাও সেটাই চাই। নেতা হলেন এক চিন্তা, আদর্শ দর্শন।' কেন প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে আর একটু পরেই শহরে আসবেন প্রধানমন্ত্রী মোদী। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুটি গ্যালারি উদ্বধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও। ফলে মোদী-মমতা সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে।
নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে আর একটু পরেই শহরে আসবেন প্রধানমন্ত্রী মোদী। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুটি গ্যালারি উদ্বধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও। ফলে মোদী-মমতা সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে।
Rally from Shyambazar to Red road on the occasion of Desh Nayak Netaji Subhas Chandra Bose's birth anniversary #DeshNayakDibas https://t.co/Z1C1yRNe5Y
— All India Trinamool Congress (@AITCofficial) January 23, 2021
সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে টুইটে লেখেন, “এক বৃহৎ পদযাত্রার আয়োজন করা হয়েছে আজ। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডও নেতাজির নামেই উৎসর্গ করা হবে।২৩ জানুয়ারির দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করুক কেন্দ্র’।” হ্যাশট্যাগ- ‘দেশনায়ক দিবস’।
বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, ‘মহান মুক্তিযোদ্ধা ও ভারতমাতার সত্যিকারের পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শত প্রণাম রইল। দেশের স্বাধীনতার জন্য তাঁর ত্যাগ এবং আত্মনিবেদন সব সময় স্মরণ করা হবে’। হ্যাশট্যাগ- ‘পরাক্রম দিবস।’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন