করোনার থাবা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে। কোভিড কেড়ে নিল মমতার মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়কে। বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত ছিলেন তিনি। প্রায় ১ মাস ধরে ভর্তি ছিলেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই আজ, শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
অসীমবাবুর প্রয়াণে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া নেমেছে। এবার সরাসরি করোনার ছোবল মমতার পরিবারে। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রীর ভাই। কোভিড প্রোটোকল মেনে আজ নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে। ঘনিষ্ঠ মহলে কালী দা নামে পরিচিত ছিলেন অসীমবাবু। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
বিস্তারিত আসছে…