Advertisment

কোকেন-কাণ্ডে নয়া মোড়! বিজেপি নেতা রাকেশ সিংকে তলব গোয়েন্দাদের

মামলার তদন্ত ভার নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোকেন-কাণ্ডে তদন্ত ভার হাতে নিয়েই বিজেপি নেতা রাকেশ সিংকে তলব করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ, মঙ্গলবার বিকেল চারটের মধ্যে রাকেশকে হাজিরা দিতে বলা হয়েছে। কোকেন-কাণ্ডে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী আলিপুর আদালতে দাঁড়িয়ে এই রাকেশের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। দাবি করেছিলেন, কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং তাঁকে ফাঁসিয়েছে, তাঁকে গ্রেফতার করা হোক।

Advertisment

সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন রাকেশ। কমিশনার সৌমেন মিত্রকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছিলেন বিজেপি নেতা। চিঠিতে লিখেছিলেন, ফের যদি পামেলা তাঁর নাম নেয় তাহলে কলকাতা পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি। তদন্তের স্বার্থে হাজিরা দিতে কোনও আপত্তি নেই রাকেশ সিংয়ের। তিনি জানিয়েছেন, "এর পিছনে কোনও ষড়যন্ত্র নেই তো? আমার নাম কেন নেওয়া হচ্ছে? পুলিশ জেরা করার প্রয়োজন মনে করলে আমি যেতে রাজি আছি। কিন্তু কেন এভাবে প্রকাশ্যে আমার নাম নেওয়া হচ্ছে।"

উল্লেখ্য, রবিবার নিউটাউনের একটি শপিং মলে পামেলার পার্লারে তল্লাশি চালায় পুলিশ। বিবার দুপুরে পামেলাকে টেনে হিঁচড়ে পার্লারে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। যাওয়ার সময় তিনি সংবাদমাধ্যমের উদ্দেশে বলে যান, ব্যক্তিগত আক্রোশ মেটাতে ফাঁসানো হচ্ছে তাঁকে। পুলিশের এক ওসি অমিতশঙ্কর মুখোপাধ্যায়ও এর সঙ্গে জড়িত। এমন অভিযোগ করেন তিনি। রীতিমতো চিৎকার করতে করতে পামেলা বলে যান, ‘‘আমি সিআইডি তদন্ত চাই। অথবা ডিডি তদন্ত করুক। কোনও সিট-কে যেন তদন্তভার দেওয়া হয়, তা হলেই সব তথ্য সামনে চলে আসবে।’’

kolkata police bjp Pamela Goswami Rakesh Singh
Advertisment