Advertisment

সোচ্চার বিরোধীরা, সওয়াল ধনকড়েরও, তবুও পুরভোটে রাজ্য পুলিশেই আস্থা কমিশনের

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। নিরাপত্তার দায়িত্বে থাকবেন রাজ্য পুলিশের কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Confidence in the state police, there is no need for central forces in Kolkata Municipal Election2021 present, the commission said

কলকাতা পুরভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ

রাজ্য পুলিশেই আস্থা নির্বাচন কমিশনের। কলকাতা পুরভোটে নিরাপত্তার দায়িত্ব সামলাবেন রাজ্যের পুলিশকর্মীরাই। রাজ্য পুলিশের ২৩ হাজার কর্মী কলকাতা পুরভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ দিয়েই কলকাতা পুরভোট পরিচালনা করার কথা আজই রাজভবনকেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কলকাতা পুরভোট সামলানোর জন্য আপাতত কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই বলেই মনে করছে নির্বাচন কমিশন।

Advertisment

আগামী ১৯ ডিসেম্বরের কলকাতা পুরভোট সামলাবেন রাজ্য পুলিশের কর্মীরাই। রাজ্য পুলিশের ২৩ হাজার কর্মী পুরভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। কমিশন জানিয়েছে, ভোটের দিন কলকাতায় থাকবে ৩৫টি রেডিও ফ্লাইং স্কোয়াড। রাখা হবে ৭৮টি কুইক রেসপন্স টিম। ২৮৬টি সেক্টরে সশস্ত্র পুলিশ। থাকবে ৭২টি আরটি মোবাইল। ভোটের দিন প্রতিটি বুথে রাজ্য পুলিশের ২ জন করে সশস্ত্র কর্মী থাকবেন বলে জানানো হয়েছে। এরই পাশাপাশি ২৫ শতাংশ বুথে ভিডিওগ্রাফি অথবা সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত থাকবে।

এর আগে রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সওয়াল করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিরোধীরাও পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বারবার সওয়াল করেছে। কলকাতা পুরভোটে কেন কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করা হবে না কমিশনের কাছে তা জানতেও চেয়েছিলেন রাজ্যপাল। পুরভোটের নিরাপত্তায় কমিশন কী কী বন্দোবস্ত করছে সেব্যাপারেও নির্বাচন কমিশনার সৌরভ দাসের কাছে জানতে চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নির্বাচন কমিশনার রাজ্যপালকে অবাধ ও সুষ্ঠু ভোট করতে যাবতীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছিলেন।

আরও পড়ুন- পৃথক জেলার দাবি তৃণমূল বিধায়কের, শুনেই জোর ধমক মুখ্যমন্ত্রীর

গত সপ্তাহেই কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার। ভোটের দিন কী কী সুরক্ষা নেওয়া যেতে পারে সেব্যাপারে কলকাতা পুলিশের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা হয় নির্বাচন কমিশনের। কলকাতা পুরভোটে যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হবে বলে জানিয়ে দেন পুলিশ কমিশনার। নিরাপত্তার ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হবে তাও জানিয়ে দেন পুলিশ কমিশনার।

রাজ্য পুলিশের আশ্বাসে সন্তুষ্ট কমিশন। সেই কারণেই আসন্ন কলকাতা পুরভোটে রাজ্য পুলিশ দিয়েই ভোট করাতে চায় নির্বাচন মিশন। রাজ্য পুলিশের ২৩ হাজার কর্মী আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোটে নিরাপত্তার দায়িত্ব সামলাবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

election commission Municipal Election Central Force kolkata
Advertisment