Advertisment

করোনা নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে গ্রেফতার আরও এক

এর আগে ভুয়ো খবর ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছিল ২৯ বছরের এক মহিলাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata

করোনা নিয়ে ভুয়ো খবর-গ্রেফতার আরও এক।

করোনা সংক্রমণের ভুয়ো খবর ছড়িয়ে কলকাতায় গ্রেফতার এক গৃহবধূ। এর আগে ভুয়ো খবর ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয় ২৯ বছরের এক মহিলাকে। বেলেঘাটা আইডি হাসপাতালে কর্তৃব্যরত এক চিকিৎসক করোনা পজেটিভ- এই খবর বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই তরণী ছড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ।

Advertisment

ধৃতের নাম পল্লবী শিবানী। বেহালার জ্যোতিষ রায় রোডের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। নিউ আলিপুরের ‘পি’ ব্লকে ১৫ জন করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। রাজ্য সরকার বিষয়টি চেপে রেখেছে। খবরের সত্যতা দাবি করে পল্লবী সকলকে বাড়ির বাইরে বেরোতেও নিষেধ করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই খবর দেন পল্লবী। যা পুলিশের হাতে আসে। তদন্তে মেনে পুলিশ জানববতে পারে যে, উ আলিপুরের ‘ই’ ব্লকে ক্যাঙারু কিডস নামে বাচ্চাদের একটি স্কুল রয়েছে। সেই স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপেই ছডিয়েছে খবর। স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানান, পল্লবী নামে কোনও শিক্ষিকা বা কর্মী ওই স্কুলে কাজ করেন না।

আরও পড়ুন- করোনা মোকাবিলায় প্রস্তুত কলকাতা মেডিক্যাল কলেজ

আবারও তদন্ত নেমে পুলিশ ওই স্কুলের কয়েক জন পড়ুয়ার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে। উটে আসে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও পল্লবী শিবানীর নাম। ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১)-(বি) ধারায় গ্রেফতার করা হয় তাঁকে। 'কিছু না জেনেই এই ভুল হয়েছে বলে' জানান ধৃত মহিলা।

করোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুযো খবর ছড়ালে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মুরলীধর শর্মা জানান, 'গুজব না ছড়ানো ও ভুয়ো খবরে বিশ্বাস না করার জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছি।'

Read the full story in English

coronavirus
Advertisment