Advertisment

Cyclone Yaas: পিতৃশোক ভুলে ত্রাণ দিতে যাওয়াই কাল হল, মর্মান্তিক পরিণতি যুবকের

Cyclone Yaas Kolkata Relief Work: কীভাবে সব হয়ে গেল কেউ বুঝে উঠতে পারছেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan Accident, Bus, Chin

প্রতীকী ছবি

Cyclone Yaas Kolkata: দিন কয়েক আগেই বাবাকে হারিয়েছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় বিধ্বস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে শোক ভুলে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই যাওয়াই কাল হল। পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন উল্ডোডাঙার বাসিন্দা লোকনাথ দাস। সুন্দরবনে যাওয়ার পথে ঘটকপুকুরের কাছে গাড়ি উল্টে মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হন আরও ১০ জন।

Advertisment

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে লন্ডভন্ড সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। নোনাজল গিলেছে ঘরবাড়ি, চাষের জমি, মাছের ভেরি। সর্বস্বান্ত অবস্থা অসহায় মানুষদের। খাদ্য-প্রয়োজনীয় সামগ্রীর অভাবে বাসিন্দারা দিশাহারা। এই অবস্থায় বহু সহৃদয় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন দুর্গতদের দিকে। লোকনাথবাবুরাও সেরকমই তাঁদের পাশে দাঁড়াতে ত্রাণ বিলির কর্মসূচি নিয়েছিলেন। সেই অনুযায়ী, এদিন সকালে সুন্দরবনের উদ্দেশে রওনা হয়েছিলেন।

আরও পড়ুন ATM Fraud: অভিনব কায়দায় শহরে প্রতারণা, একাধিক এটিএম থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা

মোট তিনটি গাড়িতে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলেন অনেকে। কিন্তু ঘটকপুকুরের কাছে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ি উল্টে গিয়ে মৃত্যু হয় লোকনাথ দাসের। গুরুতর জখম হন আরও ১০ জন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। লোকনাথের মৃত্যুতে শোকের ছায়া নামে পরিবারে। পরিবার সূত্রে জানা যায়, দিন দুয়েক আগে বাবার পারলৌকিক কাজ সম্পন্ন করেছেন তিনি।

তারপরই অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে ছুটে গিয়েছিলেন সুন্দরবনের উদ্দেশে। কিন্তু মানুষের সেবা করতে গিয়ে অকালে প্রাণ হারালেন লোকনাথ। এমন পরোপকারী ছেলের মৃত্যুতে এলাকা শোকস্তব্ধ। কীভাবে সব হয়ে গেল কেউ বুঝে উঠতে পারছেন না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata news Cyclone Yaas
Advertisment