Advertisment

কলকাতা পুলিশের আধুনিকীকরণের দায়িত্বে দময়ন্তী সেন

দময়ন্তীর যোগদানের পর কলকাতার যুগ্ম নগরপাল এবং অতিরিক্ত নগরপালদের দায়িত্বের পুনর্বণ্টন সংক্রান্ত নির্দেশনামায় সোমবারই সই করেছেন নগরপাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Damayanti Sen

আইপিএসদময়ন্তী সেন,

কলকাতা পুলিশের আধুনিকীকরণের দায়িত্ব পেলেন দময়ন্তী সেন। পার্ক স্ট্রিটে সুজেট জর্ডানের ধর্ষণ মামলার সময় বহুচর্চিত এই আইপিএস অফিসার ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান। তারপর দময়ন্তীকে বদলি করে দেওয়া হয় রাজ্য পুলিশে। সাত বছর রাজ্য পুলিশে কাটানোর পর সম্প্রতি কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (৩) পদে দময়ন্তীকে ফিরিয়ে এনেছে রাজ্য সরকার। সোমবার, ১৬ সেপ্টেম্বর কলকাতা পুলিশে এই পদে যোগ দিয়েছেন দময়ন্তী। এবং লালবাজার সূত্রের খবর, নগরপাল অনুজ শর্মা অন্যান্য কাজের পাশাপাশি দময়ন্তীর উপর ন্যস্ত করেছেন কলকাতা পুলিশের আধুনিকীকরণের গুরুদায়িত্ব।

Advertisment

দময়ন্তীর যোগদানের পর কলকাতার যুগ্ম নগরপাল এবং অতিরিক্ত নগরপালদের দায়িত্বের পুনর্বণ্টন সংক্রান্ত নির্দেশনামায় সোমবারই সই করেছেন নগরপাল। সেই নির্দেশে ১৯৯৬ ব্যাচের আইপিএস দময়ন্তীকে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের আধুনিকীকরণ এবং কেন্দ্র-রাজ্য সমন্বয়ে 'সেফ সিটি' প্রকল্পের রূপায়ণের দায়িত্ব। এর পাশাপাশি স্পেশ্যাল ব্রাঞ্চ এবং রিজার্ভ ফোর্সের তত্ত্বাবধানের দায়িত্বও পেয়েছেন দময়ন্তী। পেয়েছেন নর্থ, সেন্ট্রাল এবং পোর্ট ডিভিশনের তদারকির ভারও। তবে দময়ন্তীর দায়িত্বভারের ভরকেন্দ্র যে হতে চলেছে আগামীতে কলকাতা পুলিশের আধুনিকীকরণ, তাতে কোনও সংশয় নেই বলেই মনে করছে পুলিশমহল।

আরও পড়ুন: রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন সিবিআই-এর

গত ১২ সেপ্টেম্বর জানা যায়, সাত বছর পর কলকাতা পুলিশে ফিরছেন আইপিএস দময়ন্তী সেন। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এযাবৎ রাজ্য পুলিশের আইজি (প্রশাসন) দময়ন্তী এবার কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) নিযুক্ত হচ্ছেন। বর্তমানে অতিরিক্ত সিপি (৩) পদে রয়েছেন সুপ্রতিম সরকার, যিনি এবার অতিরিক্ত সিপি (৪) হচ্ছেন।

উল্লেখ্য, পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের তদন্তে তাঁর ভূমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন দময়ন্তী, তবে মনে করা হয়, শাসকদলের সঙ্গে মনোমালিন্যের জেরেই ২০১২ সালে বদলি হতে হয় তাঁকে। এর আগে কলকাতা পুলিশের প্রথম মহিলা গোয়েন্দাপ্রধান হিসেবে নিযুক্ত হন দময়ন্তী।

পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের দু’মাসের মাথায় দময়ন্তীকে বদলি করা হয়েছিল। প্রথমে ব্যারাকপুরে পুলিশ ট্রেনিং স্কুলে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হন তিনি। সংশ্লিষ্ট মহলের মতে, দময়ন্তীর মতো সুদক্ষ অফিসারের জন্য এই পদ ছিল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। এরপর দার্জিলিঙে ডিআইজি রেঞ্জে বদলি করা হয় তাঁকে। সেখান থেকে দময়ন্তীকে পাঠানো হয় সিআইডি-তে, যেখানে তিনি ডিআইজি পদে কর্মরত ছিলেন। এর পাশাপাশি রাজ্য পুলিশের আইজি (প্রশাসন) পদেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী।

kolkata police
Advertisment