Advertisment

আলাপনকে খুনের হুমকি চিঠি কাণ্ডে পুলিশের জালে চিকিৎসক-সহ তিনজন

চিকিৎসক অরিন্দম সেন আগেও অনেককে হুমকি চিঠি পাঠান বলে পুলিশ সূত্রে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
আলাপন বন্দ্যোপাধ্যায়, আলাপন, TMC news, Alapan Bandyopadhyay, Centre vs Bengal, TMC BJP clash, Alapan Bandyopadhyay case, Alapan Bandyopadhyay cyclone yaas review meeting, modi cyclone review meeting, Mamata Banerjee, Kolkata news, bengal news, indian express bangla, মুখ্য উপদেষ্টা আলাপন, মমতা, আলাপন মমতা,

আলাপন বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠি কাণ্ডে গ্রেফতার এক চিকিৎসক-সহ তিনজন। ঘটনায় মূল অভিযুক্ত চিকিৎসক অরিন্দম সেনকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, বিভিন্ন লোককে হুমকি চিঠি পাঠাতেন তিনি। আগেও এমন কাজ করেছেন। মানসিক সমস্যা রয়েছে তাঁর, এমনটাই জানিয়েছে পুলিশ।

Advertisment

জানা গিয়েছে, মূল অভিযুক্ত অরিন্দম সেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠি পাঠান। সেই চিঠি পাঠাতে তাঁকে সাহায্য করেন টাইপিস্ট বিজয়কুমার কয়াল এবং আরও একজন। সোমবার টাইপিস্টকে প্রথমে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করেই চিকিৎসক অরিন্দম সেনের নাম বেরিয়ে আসে।

প্রসঙ্গত, গত মাসের শেষ দিকে আলাপনকে খুনের হুমকি চিঠি আসে তাঁর স্ত্রীর ঠিকানায়। চিঠিতে লেখা ছিল, “আপনার স্বামীকে খুন করা হবে। কেউ বাঁচাতে পারবে না আপনার স্বামীকে।” চিঠি প্রকাশ্যে আসতেই তদন্তে নামে কলকাতা পুলিশ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসাবে এখন কাজ করেন প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই সময় জানা যায়, স্পিড পোস্টের মাধ্যমে এই হুমকি চিঠি আসে তাঁর স্ত্রীর ঠিকানায়। সেই চিঠিতে সরাসরি আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়া হয়। এই চিঠি পাওয়ার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁর স্ত্রী।

আরও পড়ুন সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, চোর অপবাদে যুবকের বুকে পা, সাসপেন্ড অভিযুক্ত

বিষয়টি নবান্নের নজরে আসতেই তড়িঘড়ি তদন্তে নামে কলকাতা পুলিশ। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজ্যের তরফে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়। আলাপনবাবুর স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠিটি আসে রাজাবাজার সায়েন্স কলেজের ঠিকানা থেকে। উল্লেখ্য, সোনালি চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রয়েছেন। চিঠির একটি কপি রাজাবাজার সায়েন্স কলেজের সায়েন্স সেক্রেটারিকেও পাঠানো হয়েছিল। চিঠির প্রেরকের জায়গায় নাম ছিল জনৈক গৌরহরি মিশ্রর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata police Alapan Banerjee
Advertisment