Advertisment

সংক্রমণ কমছে, বৃহস্পতিবার থেকেই কালীঘাটের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে অনুমতি

২৭ জানুয়ারি থেকে স্বাভাবিক সময়ই খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ।

author-image
IE Bangla Web Desk
New Update
devotees will be able to enter sanctum sanctorum of Kalighat from Thursday

কালীঘাট মন্দির

বৃহস্পতিবার থেকেই ভক্তদের জন্য ফের খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, আগামিকাল ২৭ জানুয়ারি থেকে স্বাভাবিক সময়ই খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং সন্ধ্যা ৪টে থেকে ৮টা পর্যন্ত কালীঘাটের গর্ভগৃহ খোলা থাকবে।

Advertisment

ডিসেম্বররের শেষে করোনার বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল। আশঙ্কা ছিল আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। সংক্রমণ এড়াতে তাই চলতি বছরের শুরু থেকেই কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল মন্দির কর্তৃপক্ষ। শুধউ আরতি ও নিত্য সেবা চলছিল। তবে নাট মন্দির থেকে মায়ের দর্শন করা যাচ্ছিল। আগেই মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল যে ২৬ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম কার্যকর হবে।

বর্তমানে করোনার প্রকোপ কমেছে। বিধির সময়সীমা শেষের দিনই তাই ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানাল কালীঘাট মন্দির কর্তৃপক্ষ।

kolkata West Bengal Kalighat Kalighat temple
Advertisment