scorecardresearch

এবার কলকাতাতেও ডিজেলের সেঞ্চুরি, ফের দাম বাড়ল পেট্রোলের

ইতিমধ্যেই রাজ্যের ১৬ জেলায় ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে।

Petrol-Diesel price rise again 3 April 2022
জ্বালানির ছ্যাঁকায় জেরবার দশা।

পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছিল বেশ কিছুদিন আগেই। পেট্রোলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে ছুটছিল ডিজেল। বাড়তে-বাড়তে এবার সেঞ্চুরি পার ডিজেলেরও। জেলায়-জেলায় লিটারে একশো পেরনোর পর বৃহস্পতিবার কলকাতাতেও ডিজেল ১০০ পার। শহর কলকাতায় এদিন লিটারে ৩৬ পয়সা বেড়েছে ডিজেলের দাম। কলকাতায় ডিজেলের নয়া দাম লিটার প্রতি ১০০ টাকা ১৪ পয়সা। ডিজেলের পাশাপাশি এদিন ফের একবার দাম বেড়েছে পেট্রোলেরও। বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি ৩৩ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। এদিন কলকাতায় পেট্রোলের নতুন দাম লিটারে ১০৮ টাকা ৭৮ পয়সা।

জ্বালানির জ্বালা জারি। একাটানা ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল। জ্বালানির লাগমাছাড়া দাম-বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাজারদরে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম প্রতিদিন বাড়ছে। শাক, সবজি থেকে শুরু করে মাছ-মাংস সবেরই দাম বাড়ছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিদিন দাম বাড়াচ্ছে জ্বালানি তেলের।

তেল সংস্থাগুলির দাবি, গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তারই জেরে ভারতের বাজারে ক্রমাগত বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের লাগাতার দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল, কেন্দ্র এবং রাজ্যের সরকারগুলির পেট্রোল-ডিজেলে আরোপিত কর।

পেট্রোল-ডিজেলের দাম কমাতে জিএসটি-র সাহায্য নেওয়ার ‘পরামর্শ’ বিজেপি নেতাদের। বিজেপি নেতাদের যুক্তি, পেট্রোল-ডিজেল জিএসটি-র আওতায় এলে দাম কমবে। এদিকে, জ্বালানি তেলের লাগাতার দাম-বৃদ্ধির প্রতিবাদে রাজ্যে-রাজ্যে চলছে বিক্ষোভ। এরাজ্যেও দিন কয়েক আগেই পেট্রোল-ডিজেলের দাম-বৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় বিক্ষোভ দেখিয়েছেন বাস-মিনিবাস মালিকরা।

আরও পড়ুন- Daily Horoscope, 28 October 2021: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ কোন রাশির? পড়ুন রাশিফল

দড়ি দিয়ে বাস টেনে প্রতিবাদ দেখিয়েছেন তাঁরা। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে তৃণমূলও। শহর কলকাতায় তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়েছে। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেছে রাজ্যের শাসকদল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Kolkata news download Indian Express Bengali App.

Web Title: Diesel price cross rupees hundred per litre at kolkata price hike of petrol continue