Advertisment

বৌবাজার বিপর্যয় সামলে ফের শুরু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হতে আরও ১০ মাস লাগতে পারে বলে জানিয়েছ বিশেষজ্ঞ কমিটি।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro, কলকাতা মেট্রো, ইস্ট-ওয়েস্ট মেট্রো, east west metro, ইস্ট-ওয়েস্ট মেট্রোর খবর, east west metro inauguration, ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন, east west metro pics, ইস্ট ওয়েস্ট মেট্রো east west metro photos, east west metro images, ইস্ট ওয়েস্ট মেট্রোর খবর, কলকাতায় নয়া মেট্রো, মেট্রোরেল, ইস্ট ওয়েস্ট মেট্রোর ছবি, east west metro, kolkata metro

ইস্ট-ওয়েস্ট মেট্রো।

সুড়ঙ্গ খুঁড়তে গিয়েই ভেঙে পড়েছিলে একের পর এক বাড়ি। মেট্রোর টানেলের কাজের জেরে কার্যত ‘ঘরছাড়া’ হয়েছিলেন কলকাতার বৌবাজারবাসীদের একাংশ। গত সপ্তাহেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর আংশিক রুটের সূচনা হয়েছে। আজ থেকে আবারও ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হচ্ছে। কলকাতা হাইকোর্টের সম্মতি মেলার পরই ‘অতি সাবধানতা’ নিয়ে একাজ শুরু করা হচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। উল্লেখ্য, সুড়ঙ্গ খোঁড়ার কাজের জেরে বৌবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক বাড়ি।

Advertisment

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হতে আরও ১০ মাস লাগতে পারে বলে জানিয়েছ বিশেষজ্ঞ কমিটি। এ প্রসঙ্গে এক বিশেষজ্ঞ বলেন, ‘‘সবথেকে বড় চ্যালেঞ্জ হল যে এলাকায় অনেক বাড়িরই অবস্থা খারাপ। মানুষের সুরক্ষার দিকটি আমাদের ভাবাচ্ছে’’। তবে আগেরবারের অভিজ্ঞতা নিয়ে এবার বাড়তি সাবধানতা মেনেই সুড়ঙ্গ খোঁড়ার কাজ হবে বলে জানান তিনি।

দেখুন: কলকাতায় নয়া মেট্রো, দেখলে চমকে যাবেন

প্রসঙ্গত, গত ৩১ অগাস্ট শনিবার সন্ধ্যেবেলা হঠাৎই কেঁপে ওঠে বৌবাজার চত্বর। প্রাথমিকভাবে ভূমিকম্প মনে করলেও পরে জানা যায়, মাটির নিচে পূর্ব ও পশ্চিমদিকের শিয়ালদাগামী মেট্রোর কাজ চলার জন্যই কম্পমান কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের দুর্গা পিথুরি লেন। যার জেরে তার পরবর্তী কয়েক দিনে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। পাশাপাশি গায়ে লাগোয়া একের পর এক বাড়িতে দেখা দিয়েছে বড় বড় ফাটল।এরপর মেট্রো আধিকারিকরা এসে রাতারতি ফাঁকা করে দেন গোটা এলাকা। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিপূরণ হিসেবে নগদ টাকা-সহ বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata news kolkata metro
Advertisment