করোনায় আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ, আইসোলেশনে 'ঋজুদা'র স্রষ্টা

গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত তিনি।

গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Buddhadeb Guha

বুদ্ধদেব গুহ। ফাইল ছবি

কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কবি শঙ্খ ঘোষের। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত এই নক্ষত্রের পতনের রেশ কাটতে না কাটতে ফের দুঃসংবাদ সাহিত্য জগতে। এবার করোনায় আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বর্তমানে একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর বয়স হয়েছে ৮৬। অশীতিপর এই লেখকের সংক্রমিত হওয়ার খবরে উদ্বিগ্ন সংস্কৃতিমহল।

Advertisment

তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে ও গাড়ির চালকও আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। বুকে সর্দি রয়েছে, সঙ্গে কাশিও। উপসর্গ থাকায় কোভিড টেস্ট করান তিনি। রিপোর্ট পজিটিভ আসে। তবে অবস্থার অবনতি হয়নি তাঁর। 'ঋজুদা'র স্রষ্টা 'মাধুকরী', 'কোজাগর', 'অববাহিকা'র মতো উপন্যাস লিখেছেন।

দৃষ্টিশক্তির সমস্যাও রয়েছে তাঁর। তাই তাঁকে চিন্তা রয়েছে পরিবারের। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কবি শঙ্খ ঘোষের। সাহিত্য জগতে এই নক্ষত্র পতনের জেরে ভারাক্রান্ত বাংলার সুশীল সমাজ। তার মধ্যেই বুদ্ধদেব গুহর করোনা সংক্রমণের খবরে স্বভাবতই উদ্বিগ্ন তাঁর অনুরাগী থেকে শুরু করে সাহিত্য-সংস্কৃতি দুনিয়া।

Advertisment
coronavirus Buddhadeb Guha