ফের শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সন্ধ্যায় বাগবাজার ব্রিজের কাছে বস্তিতে আগুন লাগে। উত্তুরে হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে অল্র কিছুক্ষণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এক ঘন্টার মধ্যেই বস্তির সম্পূর্ণ অংশ পুড়ে যায়। এই বস্তির পাশেই রয়েছে মায়ের বাড়ির অফিস ঘর। সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে গিয়েছে অফিসের আসবাবপত্র। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
ঘটনাস্থলে রয়েছে দমকলের ২৭টি ইঞ্জিন। তবে, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম অবস্থা হয় দমকল কর্মীদের। যদিও দমকল জানাচ্ছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে। পকেট ফারার নেভানোর কাজ চলছে।
ঘটনাস্থলে রয়েছে শ্যামপুকুর থানার পুলিশ। আগুনের জেরে ওই রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গিরিশপার্ক থেকে উত্তরমুখী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। রাস্তায় নামে ব়্যাফ।
আগুনের জেরে বস্তি থেকে প্রতিনিয়ত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেরও শব্দ শোনা যায়।
ঘটনার পর পুলিশ এলে স্থানীয়রা তাদের ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, খবর দেওয়ার বেশ কিছুটা পরে দমকল বাগবাজার বস্তিতে পৌঁছেছে। ফলে আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে।
দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘আমি গঙ্গাসাগরে রয়েছি। কিন্তু খবর পেয়েই দফতরের ডিজির সঙ্গে কথা হয়েছে। দমকল কর্মীরা আগুন দ্রুত নেভাতে সবধরণের চেষ্টা করেছে বেশ কয়েজন দমকল কর্মী আহত হয়েছেন।’ রাজ্যের নগরোন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘ঘর হারানো মানুষগুলোকে এদিন রাতে স্থানীয় কমিউনিটি হলে রাখা হবে। সেখানেই তাঁদের খাবারের আয়োজন করা হয়েছে। আগামিকাল পরিস্থিতি খতিয়ে দেখে পুনর্গঠনের কাজ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘
কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর মেলেনি। তবে এই অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন গৃহহীন বস্তির বাসিন্দারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Kolkata News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'মমতার অনুপ্রেরণায় অনুপ্রাণিত', তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী ও পিয়া সেনগুপ্ত
নিজেকে তৃণমূলের 'একনিষ্ঠ কর্মী' দাবি করেও বহিষ্কৃত বৈশালীর পাশে রাজীব
গোপনে বাগদান সেরেছেন সিরাজ, বান্ধবীর কথা জানাজানি হতেই স্বীকার তারকার
রিল নয়-রিয়াল, আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ১৯ বছরের তরুণী
হাতে পড়ে মাত্র ১০.৮৫ কোটি! নিলামের আগেই কেকেআরের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন
'যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার হাওয়াই চটি', কুলতলিতে সরব অভিষেক
কালীঘাটে প্রকাশ্যে পড়ে বস্তাবন্দি পোড়া টাকা! এলাকায় হইচই, চাঞ্চল্য
'অসুর' সম্প্রদায় থেকে এসেছেন মমতা, জিনেও সমস্যা আছে, 'কদর্য' আক্রমণ বিজেপি নেতার
কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ, নাসিক থেকে মুম্বইয়ের পথে হাজারো কৃষক
'জয় শ্রীরাম শুনে কারও গাত্রদাহ হওয়ার কথা নয়', মুখ্যমন্ত্রীকে খোঁচা চন্দ্র বসুর
'জয় শ্রীরাম' ধ্বনির পাল্টা 'জয় হিন্দ'! অপমানের জবাব দিলেন মমতা
স্মরণীয় জয়ের পুরস্কার! সবাই নয়, ছয় তারকাকে দামি 'থর' গাড়ি দিচ্ছে মাহিন্দ্রা