গত বছর বহু টালবাহানার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, শহরে কালীপুজোর বাজি বাজার বসবে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে। তবে তাতে বেজায় চটেছিলেন বাজি বিক্রেতারা। বাজি ব্যবসায় ৪০ শতাংশ পর্যন্ত ক্ষতিও হয়েছিল বলে জানা যায়। এবারও বাজি মেলা কোথায় হবে তা নিয়ে বেশ কয়েক দফায় বৈঠক হয়। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফের ময়দানেই বসতে চলেছে বাজি বাজার।
গতবছর ময়দানে বাজি মেলায় বাধা হয়ে দাঁড়ায় সেনাবাহিনী। সেনা কর্তৃপক্ষ অনুমতি দিতে দেরি করেন। যার ফলে গত বছরে শহিদ মিনার চত্বরে বাজি বাজার বসে নি। এবার সেই জট কেটেছে। ময়দানের শহিদ মিনার চত্বরে সেই পুরোনো জায়গায় ফিরে যাচ্ছে বাজি বাজার।
ফের বাজি বাজার ময়দানে। ফাইল ছবি
আরও পড়ুন: বেহাল টালা ব্রিজ, বন্ধ একাধিক রুটের বাস চলাচল
ফিবছর কালীপুজো ও দীপাবলির আগে পাঁচ-ছয়দিনের জন্য কলকাতার পাঁচ জায়গায় পসরা সাজিয়ে বসেন বাজি বিক্রেতারা। মূলত শহিদ মিনার চত্বর, বিজয়গড়, বেহালা, টালা, কালিকাপুরে বসে বাজি বাজার। কিন্তু শহিদ মিনার চত্বর নিয়ে জলঘোলা হয়েছিল গতবছর। সে কারণে বাজি বাজার বসেছিল বিবেকানন্দ পার্কে। কলকাতার বাকি বাজি বাজারের স্থানের অবশ্য বদল হয়নি। কিন্তু এ বছর কোনও ঝুঁকি নিতে চান নি পশ্চিমবঙ্গ বাজি শিল্প উন্নয়ন সমিতির কর্মকর্তারা। তাঁরা জানিয়েছেন, আগে থেকেই রাজ্য প্রশাসনের উপস্থিতিতে সেনার সঙ্গে দফায় দফায় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনও লিখিত নোটিশ আসেনি। মৌখিকভাবে সেনাবাহিনী অনুমতি দিয়েছে।
সারা বাংলা বাজি বাজার সমিতির সভাপতি বাবলা রায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "সেনাবাহিনীর কাছ থেকে প্রাথমিক সঙ্কেত মিলেছে। আমরা বেশ খুশি। কারণ আগের বছর আমাদের ক্ষতির মুখ দেখতে হয়েছিল। বুধবার রাত থেকেই শহীদ মিনারে বাঁশ বাঁধার কথা হয়েছে। মূলত ২২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বাজি বাজারের বসার কথা হয়েছে। তবে জয়েন্ট ভেঞ্চারের সই সাবুদ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"