scorecardresearch

সাতসকালে সল্টলেকের বাজারে আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান, এলাকায় তীব্র চাঞ্চল্য

দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

Fire engulfs several shops in Saltlake
আগুনের তীব্রতায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ফাইল ছবি- পার্থ পাল

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। প্রায় শতাধিক দোকান ইতিমধ্যে ভস্মীভূত হয়ে গেছে বলে খবর। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কী কারণে আগুন লাগল তা জানা যায়নি। তবে সকালে হাওয়ার বেগ বেশি থাকায় দ্রুত আগুন ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরে আগুন দেখে পুলিশ ও দমকলকে খবর দেন স্থানীয়রাই। দমকলের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভাতে হাত লাগান। বাজার এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে দমকলের কাজ করতে সমস্যা হয়। বহু মানুষ থাকেন সেখানে। তাঁদের সুরক্ষিত রাখা এবং আগুন নিয়ন্ত্রণে আনা বড় চ্যালেঞ্জ দমকলের।

আরও পড়ুন খাল সংস্কারের মাটি দিয়েই জলাশয় ভরাট! এবারও কি বর্ষায় হাল ফিরবে না নিউটাউন-সল্টলেকে?

আগুনের তীব্রতায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। কী ভাবে আগুন লেগেছে তা এখন স্পষ্ট নয়। তবে জোররকদমে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বহু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে আশার খবর, এখনও কোনও হতাহতের খবর মেলেনি।

বিস্তারিত আসছে….

Stay updated with the latest news headlines and all the latest Kolkata news download Indian Express Bengali App.

Web Title: Fire engulfs several shops in saltlake