শহর কলকাতায় ফের আগুন। শনিবার ভোররাতে গড়িয়াহাটের একটি দোকানে আগুন লেগে যায়। গড়িয়াহাটের ১৯ নম্বর ডোভার টেরাসের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল। দমকলের তিনটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের সাহায্য করেন স্থানীয়রাও। অগ্নিকাণ্ডের জেরে হতাহতের খবর মেলেনি।
শনিবার ভোররাতে গড়িহাটের একটি বন্ধ দোকানে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯ নম্বর ডোভার টেরাসের ওই দোকানটির শার্টার নামানো ছিল। ভোররাতে হঠাৎই শার্টারের নীচ থেকে গল গল করে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। এদিকে আগুন লাগার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা আরও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন- রাজ্যের ব্যাঙ্কগুলিতে বাংলাতেও পরিষেবা চাই, হাইকোর্টে মামলা ‘বাংলাপক্ষ’র
ততক্ষণে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে দমকল। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। দমকলের তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের সঙ্গে সাহায্য করেন স্থানীয়রাও। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকাণ্ডের জেরে দোকানের ভিতরে থাকা নগদ বেশ কিছু টাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিন দোকানের ভিতরে কয়েকজন কর্মী থাকতেন। কিন্তু সৌভাগ্যবশত এদিন দোকানের ভিতরে কেউই ছিলেন না। সেই কারণেই অগ্নিকাণ্ডে প্রাণহানি এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।