Advertisment

সাতসকালে হুলস্থূল, নিমতলা ঘাট স্ট্রিটে বাড়িতে ভয়াবহ আগুন

আগুন লাগার স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
Fire occured in a home at nimtala ghat street

নিমতলা ঘাট স্ট্রিটে বাড়িতে আগুন। ছবি: শশী ঘোষ

আবারও আগুন শহর কলকাতায়। শুক্রবার সকালে আচমকা কলকাতার নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের বাড়িতে আগুন লেগে যায়। ঘিঞ্জি এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

Advertisment

শুক্রবার সকালে নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের বাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়দের কয়েকজন জানিয়েছেন, এদিন সকালে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই বাড়ি থেকে। তবে এব্যাপারে দমকলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এদিকে, ঘিঞ্জি এলাকা হওয়ায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা রয়েছে। ওই বাড়ির আশেপাশে বেশ কযেকটি কাঠের গোলাও রয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে দকলকর্মীরা জোরদার তৎপরতার সঙ্গে আগুন নেভানেরা কাজ করছেন। কাঠের বাড়ি হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। আশেপাশেও রয়েছে বেশ কয়েকটি কাঠের বাড়ি।

publive-image
আগুন লাগার পরপরই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ছবি: শশী ঘোষ

আরও পড়ুন- তালিবান ইস্যুতে চুপ চিন, আফগানিস্তানে শান্তিপূর্ণ সমাধান চায় ভারত

এদিন সকালে আচমকা ওই বাড়িতে আগুন ধরে যেতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। হুলস্থূল পড়ে যায় গোটা এলাকায়। বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয়দের অনেকেই। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দমকলেরও। মই বেয়ে উপরে উঠে আগুন নেভানোর কাজে দমকলকর্মীরা। পরপর বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে। এদিন মন্ত্রী শশী পাঁজাও আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

fire kolkata
Advertisment