Advertisment

কলুটোলা স্ট্রিটের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘিঞ্জি এলাকায় আগুন ছড়ানোর আশঙ্কা

আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। লাগোয়া বাড়িগুলি থেকে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে পড়েন।

author-image
IE Bangla Web Desk
New Update
Fire occurred at kolkata Kolutola street godown, rescue operation is undergoing

প্রতীকী ছবি

সোমবার সকালে কলকতার কলুটোলা স্ট্রিটের একটি বহুতলে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ আকার নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আতঙ্কে লাগোয়া বাড়িগুলি থেকে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। দফায়-দফায় দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করেও আগুন নেভানোর কাজ চলে। দমকলকর্মীদের আগুন নেভানোর কাজে সাহায্য করেন পুলিশকর্মীরাও। শর্ট সার্কিট থেকেই কোনওভাবে আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Advertisment

সপ্তাহের প্রথম দিনে শহর কলকাতায় আগুন। কলুটোলা স্ট্রিটের একটি বহুতলে আগুন লেগে যায়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় উদ্বেগ বাড়তে থাকে। জানা গিয়েছে, বহুতলটির ভিতরেও বেশ কিছু গুদামঘর, দোকান রয়েছে। প্রথম অবস্থায় আগুনের ভয়াবহতা দেখে শিউরে উঠেছিলেন দমকলকর্মীরাও। আগুন নেভাতে বহুতলটির ভিতরে ঢুকতেও বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের।

দমকলকর্মীরা জানিয়েছেন, বহুতলটির ভিতরে থাকা একাধিক গোডাউন, দোকানে দাহ্য পদার্থও রয়েছে। সেই দাহ্য পদার্থ থেকেই আগুন ভয়াবহ আকার নিয়েছে। এদিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজের তদারকি করেন দমকলমন্ত্রী সুজিত বসু। দমকল আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

আরও পড়ুন- দানা বাঁধছে নিম্নচাপ, পুজো ভাসাবে বৃষ্টি?

তবে আগুন লাগার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে চলেছেন দমকলকর্মীরা। তবে এই অগ্নিকাণ্ডের জেরে হতাহতের খবর মেলেনি। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ঘনবসনতিপূর্ণ ওই এলাকায় আগুন আশেপাশের বিল্ডিংগুলিতেো ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata news fire
Advertisment