/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/download-4-1.jpg)
রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে তিলোত্তমার সবকটি পার্ক।
করোনা মহামারী শুরুর পর প্রায় ২ বছর পর রাজ্যে খুলেছে স্কুল কলেজ। এবার ২ বছর পর আবার রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে তিলোত্তমার সবকটি পার্ক। কলকাতা পুরসভার মেয়র কাউন্সিল সদস্য দেবাশিষ কুমার জানিয়েছেন, "পার্কগুলি সকাল ৬ টায় খুলবে এবং রাত ৯ টায় বন্ধ হবে,"।
বৃহস্পতিবার থেকে আবার আগের মত’ই সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে সবকটি পার্ক। কলকাতা পুরসভার অধীনে ছোট বড় মিলিয়ে মোট পার্কের সংখ্যা প্রায় ৭০০। পার্কগুলো পূর্ণ সময়ের জন্য খোলার জন্য নাগরিকদের তরফে একাধিকবার অনুরোধ জানানো হয়েছিল।
করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হতেই নাগরিকদের সেই দাবি মেনে নিলো কলকাতা পুরসভা। কোভিড কালে মহানগরীর সবকটি পার্ক খোলা থাকত সকাল ৬টা থেকে ৯ টা এবং বিকেলে ৪টা থেকে ৬ টা পর্যন্ত।
এর আগে, ২রা জানুয়ারি, তৃতীয় ঢেউকালে কোভিড বিধিনিষেধ ঘোষণা করার সময়, রাজ্য সরকার বিশেষভাবে শহরের পার্কগুলির ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে পার্ক খুলে গেলেও টালা পার্ক সহ বেশ কয়েকটি পার্ক মেরামতির জন্য আপাতত বিকেলে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।