আর কয়েক ঘন্টার মধ্যেই সোরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ দিন নিজেই সেই বিষয়টি নিশ্চিৎ করেছেন বিসিসিআই চেয়ারম্যান। অমিত শাহকে আপ্যায়নে থাকছে নিরামিষ নানা পদ।
সৌরভের বাড়িতে অমিত শাহ যেতে পারেন বলে গতকালই খবর জানাজানি হয়। তারপরই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, 'উনি গেলে সমস্যা নেই। শুধু সৌরভকে বলব ওনাকে মিষ্টি দই ও রসগোল্লা খাওয়াতে।' শাহের পাতে কী এ দিন মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে মিষ্টি দই, রসগোল্লা দেবেন মহারাজ? মুখে আলত হাসি নিয়ে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বলেন, 'দিদি বাঙালি। তাই মিষ্টি দই, রসগোল্লার কথা বলেছেন। উনি নিরামিষাশী, এইসবই থাকবে।'
অমিত শাহ সৌরভ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎ ঘিরে আবারও রাজনৈতিক জল্পনা চড়ছে। অবশ্য মহারাজ তা খারিজ করেছেন। তিনি বলেছেন যে, '২০০৮ সাল থেকে আমার সঙ্গে অমিতজির আলাপ। অনেকবারই দেখা হয়েছে। এখন ওনার ছেলের সঙ্গে আমি বিসিসিআই-তে কাজ করি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার বাড়ি আসছেন। এটা নিছকই সোজন্য সাক্ষাৎ।'