কলকাতার আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) এল নতুন অতিথি। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিল তৃণা। তৃণা আলিপুর চিড়িয়াখানার এক জিরাফ। যাকে ঘিরে আলিপুর চিড়িয়াখানায় খুশির আমেজ। মা ও মেয়ে জিরাফ ছানা এখন দিব্যি আছে। বাবা মঙ্গল।
Advertisment
আলিপুর চিড়িয়াখানা সূত্রের খবর, গত ১৫ ফেব্রুয়ারি একটি মেয়ের জন্ম দিয়েছে জিরাফটি। আলিপুর চিড়িয়াখানায় শেষ শীতে তাই খুশির মেজাজ৷ চিড়িয়াখানা সূত্রে খবর, আজ ২৫ ফেব্রুয়ারি থেকে জিরাফ ছানাটিকে ছেড়ে দেওয়া হয়েছে দর্শকদের জন্য।
সূত্রের খবর, দিব্যি সুস্থ আছে জিরাফ ছানাটি। মায়ের দুধই খাচ্ছে ওই সদ্যোজাত। আপাতত সে সুস্থ৷ চিড়িয়াখানার কর্মীরা জানাচ্ছেন, বাচ্চা হওয়ার পরে যে কোনও মা-ই তাকে আঁকড়ে থাকে। তৃণার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এখন তৃণা বাচ্চাকে কাছছাড়া করছেই না, কোনও চেনা কর্মী ছাড়া কাছে ঘেঁষতেও দিচ্ছে না। আলিপুর চিড়িয়াখানায় ভারতের সব চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে জিরাফ। সেখানে এতদিন ১১টি জিরাফ ছিল। তৃণার পরিবারে নতুন সদস্য আসায় সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১২।
গত জুলাইয়েই নতুন ন’টি অ্যানাকোন্ডার জন্ম হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, ভারতবর্ষের সমস্ত চিড়িয়াখানার মধ্যে সবথেকে বেশি অ্যানাকোন্ডা রয়েছে আলিপুর চিড়িয়াখানাতেই। গত বছর ১১ জুলাই জন্ম হয় এই অ্যানাকোন্ডাগুলির। ২০১৯ সালের জুন মাসে চেন্নাই থেকে আলিপুরে যে চারটি হলুদ অ্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছিল, প্রথম এক বছর পর তাদেরই আরও সাতটি অ্যানাকোন্ডার জন্ম হয়। এখন অ্যানাকোন্ডার সংখ্যা দাঁড়ালো মোট কুড়িটি।
শীতের শুরুতেই আলিপুর চিড়িয়াখানায় এসেছে আরও এক নতুন অতিথি । জন্ম নিল এক জেব্রা (Zebra) শাবক । এই নিয়ে চিড়িয়াখানায় মোট জেব্রার সংখ্যা দাঁড়াল আট । এর মধ্যে তিনটি ছেলে ও পাঁচটি মেয়ে । জানা গিয়েছে, ২০ নভেম্বর চিড়িয়াখানায় জন্ম নেয় একটি জেব্রা শাবক (মেয়ে) ।
আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানানো হয়েছে জেব্রার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সেখানে বেড়েছে জিরাফের সংখ্যাও। এর আগেও এখানে অনেক সুস্থ সবল পশুর জন্ম হয়েছে। চিড়িয়াখানার চিকিৎসক এবং কর্মীরা প্রশংসার দাবি রাখেন। যাই হোক, নতুন সদস্যের আগমনের খবরে খুশির হাওয়া আলিপুর চিড়িয়াখানায়। শীতের শেষবেলায় দর্শকদের জন্য অবশ্যই খুশির খবর। শেষবেলার চূড়ান্ত আনন্দ উপভোগ করতে একবার ঘুরে আসতেই হবে চিড়িয়াখানায়।