হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই আবার পাতাল রেলে চড়বে শহর কলকাতা। আনলক ৪ পর্যায়ে আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশে মেট্রো পরিষেবা শুরুতে অনুমোদন দিয়েছে কেন্দ্র। তবে, কলকাতা মেট্রো পরিষেবা ফের শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর থেকে। রাজ্য় সরকার জানিয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শুরু হবে মেট্রো চলাচল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সবরকম সুরক্ষাবিধি মেনে চলা হবে।
মেট্রো পরিষেবায় কী কী সুরক্ষাবিধি মানতে হবে, জেনে নিন একনজরে...
* ভিড় এড়াতে ট্রেনের সংখ্য়া নিয়ন্ত্রিত করা হবে।
* ট্রেনের মধ্য়ে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সেজন্য় ট্রেনের মধ্য়ে বসার জায়গা মার্ক করা থাকবে।
* সব যাত্রী ও কর্মীকে মাস্ক পরতে হবে।
আরও পড়ুন: আনলক ৪: চলবে মেট্রো, ‘কনটেনমেন্ট জোনের বাইরে কেন্দ্রকে না জানিয়ে লকডাউন নয়’
* শুধুমাত্র উপসর্গহীন যাত্রীরাই মেট্রোয় উঠতে পারবেন। স্টেশনে ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিংয়ের ব্য়বস্থা থাকবে। যাঁদের শরীরে করোনার উপসর্গ থাকবে, তাঁদের স্থানীয় কোভিড কেয়ার সেন্টার বা হাসপাতালে পরীক্ষার জন্য় পাঠানো হবে।
* যাত্রীদের ফোনে আরোগ্য় সেতু অ্য়াপ রাখতে হবে।
* স্টেশনে ঢোকার মুখে স্য়ানিটাইজারের ব্য়বস্থা রাখা থাকবে।
* স্মার্টকার্ড ব্য়বহার করার পরামর্শ দেওয়া হয়েছে। স্য়ানিটাইজ করে টোকেন ব্য়বহারের পরামর্শ দেওয়া হয়েছে।
* শীতাতপ নিয়ন্ত্রিত ব্য়বস্থায় টাটকা বাতাস গ্রহণের পরিমাণ বাড়ানো হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন