রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ শনিবার সাতসকালে গুলি চলল। মুহূর্তে শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরজুড়ে। হাসপাতালে কর্মরত কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টারের সার্ভিস রিভলবার থেকে গুলি চলে বলে জানা গিয়েছে। রক্তাক্ত সাব ইন্সপেক্টর এল কে চৌধুরী হাসপাতালের ট্রমা কেয়ারে আপাতত চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে এসএসকেএমে ডিউটিতে ছিলেন কলকাতা পুলিশের সিকুইরিটি কন্ট্রোলের সাব ইন্সপেক্টর এল কে চৌধুরী। তিনি সকালে হাসপাতালে পৌঁছে ট্রমা কেয়ার সেন্টারের সামনে গাড়ি রেখে ভিতরে যান। এরপরই আচমকা বন্দুকের গুলির শব্দ শোনা যায়। হাসপাতালে কর্তব্যরত অন্যরা গুলির শব্দ শুনে সেখানে ছুটে গিয়ে দেখেন, ওই পুলিশ অফিসার রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন। তাঁর সার্ভিস রিভলবার থেকে গুলি চলেছে।
আত্মহত্যার চেষ্টা করছিলেন নাকি সার্ভিস রিভলবার থেকে আচমকাই গুলি বেরিয়ে বিপত্তি ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম সাব ইন্সপেক্টরের বাড়িতে গত কয়েকদিন ধরেই অশান্তি চলছিলো। সেই ঘটনার সঙ্গে এদিনের গুলি চলার কোনও যোগ রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এসএসকেএমের সিসিটিভি-ও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন