Advertisment

বুদ্ধদেব ভট্টাচার্য স্থিতিশীল, অবস্থার উন্নতি স্ত্রী মীরা দেবীর

তাঁর করোনা সংক্রমণ হয়নি, গুজব ওড়ালেন বুদ্ধ-কন্যা সুচেতনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Buddhadeb Bhattacharya

সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য।

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। গতকালই কোভিড পজিটিভ হয়েছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। এদিকে, হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যেরও অবস্থার উন্নতি হয়েছে। অক্সিজেন মাত্রাও শরীরে স্থিতিশীল রয়েছে।

Advertisment

এদিন হাসপাতালের তরফে জানানো হয়, ‘বাড়িতে রেখেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বাইপ্যাপের সাহায্যে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের বেশি রয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা।

হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, মীরা ভট্টাচার্যেরও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জ্বর ও গা ব্যথা সামান্য কমেছে। কোনও রকম সাপোর্ট ছাড়াই শরীরি অক্সিজেন মাত্রা স্থিতিশীল। তাঁর ফুসফুসে কোনও সমস্যা নেই বলে জানা গিয়েছে। স্যালাইনের মাধ্যমে ওষুধ দেওয়া হচ্ছে তাঁকে।

উল্লেখ্য, দিন দুয়েক আগে বুদ্ধ-জায়ার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর কোভিড টেস্ট করা হয় দুজনের। বুদ্ধবাবু এবং মীরা ভট্টাচার্য, দুজনেরই রিপোর্ট পজিটিভ এসেছে। বয়সজনিত কারণে দুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সব মহল।

এমনিতেই বুদ্ধবাবুর শরীরে বেশ কিছু সমস্যা রয়েছে। শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকায় ২৪ ঘণ্টা তাঁর নাকে অক্সিজেনের পোর্টেবল নল লাগানো থাকে। করোনা সংক্রমিত হওয়ায় তাঁর অবস্থা ঝুঁকিপূর্ণ।

coronavirus Buddhadeb Bhattacharya
Advertisment