Advertisment

হাওড়ায় হনুমান চালিশা, পুলিশ-বিজেপি হাতাহাতি

এদিনের বিজেপির হনুমান চালিশা পাঠের কর্মসূচিতে হাজির ছিলেন দলীয় নেত্রী ইসরাত জাহান। তাঁর অভিযোগ, জবরদস্তি করে হনুমান চালিশা পাঠ বন্ধ করে দিয়েছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP, Hanuman Chalisha

এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি নেত্রী ইসরাত জাহান

রাস্তা আটকে হনুমান চালিশাপাঠের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হল হাওড়ায়। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বেলা সাড়ে তিনটে নাগাদ। হাওড়া এসি মার্কেট সংলগ্ন ডবসন রোডে রাস্তা আটকে হনুমান চালিশা পাঠ শুরু করেন কিছু বিজেপি সমর্থক। রাস্তার মাঝে এই কর্মসূচি শুরু হওয়ায় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বক্তব্য ছিল, রাস্তা আটকে রাখায় সমস্যা হচ্ছে যান চলাচলের, অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ।

Advertisment

পুলিশ ওই বিজেপি সমর্থকদের রাস্তার পাশে সরে গিয়ে এই কর্মসূচি পালন করতে বলে। বিজেপি সমর্থকরা তাতে রাজি হয়নি। এর পর পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের হাতাহাতি বেধে যায়।

আরও পড়ুন, তৃণমূল-বিজেপি উভয়ের ‘দখলেই’ পুরবোর্ড! আস্থা ভোট ঘিরে বনগাঁ পুরসভায় লঙ্কাকাণ্ড

এদিনের বিজেপির হনুমান চালিশা পাঠের কর্মসূচিতে হাজির ছিলেন দলীয় নেত্রী ইসরাত জাহান। তাঁর অভিযোগ, জবরদস্তি করে হনুমান চালিশা পাঠ বন্ধ করে দিয়েছে পুলিশ। ইসরাতের বক্তব্য, "হনুমান চালিশা পাঠ ধর্মীয় ব্যাপার। শান্তির জন্য ১০ মিনিট এভাবে পাঠ করা যেতেই পারে। পুলিশ বিজেপি কর্মী ও সাধারণ মানুষের উপর যে অত্যাচার করেছে তা অনুচিত।"

দু সপ্তাহ ধরে প্রতি মঙ্গলবার হাওড়ার ডবসন রোডে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীরা হনুমান চালিশা পাঠের কর্মসূচি পালন করছেন। এই অনুষ্ঠানে যোগ দেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরাও।

bjp
Advertisment