করোনার বিরুদ্ধে গত ৮ মাস ধরে একটানা লড়াই করছেন চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাঁরাই ফ্রন্টলাইনে। এবার সেই ফ্রন্টলাইনারদের শ্রদ্ধার্ঘ জানাতে অভিনব উদ্যোগ নিল কলকাতার নামী পুজো মহম্মদ আলি পার্কের ইয়ুথ অ্যাসোসিয়েশন। এবার মহিষাসুর নয়, করোনাসুরকে বধ করবেন দেবী দুর্গা। করোনা মোকাবিলায় ফ্রন্টলাইনারদের অদম্য লড়াইকে সম্মান জানাতে ৫২তম বর্ষে এমন উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।
পুজোর অন্যতম উদ্যোক্তা অশোক ওঝা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে জানিয়েছেন, "মহিষাসুরের জায়গায় করোনাসুরকে রেখে আমাদের একটাই প্রার্থনা, মা দুর্গা যেন এই ভাইরাসের বিনাশ করেন। যেভাবে তিনি মহিষাসুরের বিনাশ করেছিলেন। এবছর করোনাসুরের বিনাশ হওয়া প্রয়োজন। শারীরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে যাতে মানুষ সচেতন হয় সেই উদ্দেশ্যেই এবারের পুজো অন্য মাত্রা পেয়েছে।"
এক্সপ্রেস ফটো- পার্থ পাল
প্রতিমা শিল্পী এখানে ডাক্তার-নার্স, পুলিশ অফিসারদেরও মূর্তি বসিয়েছেন দেবী দুর্গার পাশে। মাস্ক পরিহিত সাধারণ মানুষের মূর্তিও রয়েছে। অশোকবাবু আরও বলেছেন, "সমস্ত কোভিড বিধি মেনে এবার এবার আমরা মণ্ডপ তিনদিক থেকে খোলা রেখেছি। হাইকোর্টের নির্দেশের পর মণ্ডপের দশ মিটার দূরে নো-এন্ট্রি বোর্ড লাগানো হয়েছে।" এবছর করোনার কারণে ৭৫ শতাংশ বাজেট কমিয়েছেন উদ্যোক্তারা। প্রতিবছর যে বাজেট ৫০-৬০ লক্ষ থাকত এবার সেটা ১৫ লক্ষ। আর ৫২ বছরে প্রথমবার একচালা ঠাকুরে পুজো হবে মহম্মদ আলি পার্কে।
এক্সপ্রেস ফটো- পার্থ পাল
সাধারণ সম্পাদক সুরেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন, "শিল্পী কুশ বেরা তার দুই সন্তানের সঙ্গে জুন মাস থেকে এই প্রতিমা তৈরিতে যুক্ত হন। ১২ ফুটের এই প্রতিমা মাটির তৈরি। মহিষাসুরের বদলে করোনাসুরের বধ করবেন এখানে মা দুর্গা।"
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন