যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বুধবার ঘণ্টাখানেকের ওপর আলোচনা করলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। প্রাক্তনীদের পক্ষে তন্ময় ঘোষ বলেন, "১৯ সেপ্টেম্বরের ঘটনাক্রমের কথা বলছিলেন। কিন্তু আমরা বললাম, আপনার বলা ঘটনার সঙ্গে আমাদের কথা ম্যাচ করছে না। আমরা এই বিতর্কে যেতে চাই না। কিন্তু আমাদের দাবি, ঘটনার দিন ও পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাদের বিশ্ববিদ্যালয়কে কলুষিত করা হয়েছে, তার নিন্দা করছি। রাজ্যপাল আমাদের সঙ্গে সহমত বলে জানিয়েছেন। তাঁকে এ বিষয়ে ফর্মালি নিন্দা করার জন্য আমরা আবেদন জানিয়েছি। প্রেস জানতে চাইলে বলবেন বলে তিনি কথা দিয়েছেন।"
ছাত্র সংসদের নির্বাচন হয়নি বলে জানানো হয়েছে প্রাক্তনীদের পক্ষ থেকে। তাঁরা জানিয়েছেন, রাজ্য়পাল এক্ষেত্রে বলেছেন, তিনি রাজ্য সরকার ও উচ্চশিক্ষা দফতরের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। যাতে নির্বাচন প্রক্রিয়া সম্ভব হয় তার ব্যবস্থা করবেন।
বিশ্ববিদ্যালয়ে স্বয়ংশাসিত ব্যবস্থা রয়েছে, তা যেন না ভেঙে পড়ে, তার জন্য আবেদন জানানো হয়েছে তাঁর কাছে। তার পাশাপাশি উপাচার্য এবং এক্সিকিউটিভ কাউন্সিল হায়ার অথরিটি, তারা যেন কাজ করতে পারে, এই আবেদনও জানানো হয়েছে তাঁর কাছে।
এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে কেন্দ্র করে বিতর্ক ও গন্ডগোল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে সমালোচনার ঝড় বইয়ে দেন কিছু মানুষ। এইসব ঘটনার জেরে মোট ১,৭০০ জন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী চিঠি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়কে।